নিজস্ব প্রতিবেদক
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ফলে ভেতরে থাকা যাত্রীরা দুর্বিষহ সময় কাটাচ্ছেন। তাঁদের
ফ্লাইটের ভেতর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। উড়োজাহাজের ভেতরে অনেক নারী ও শিশু রয়েছে।
যাত্রীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কলকাতা বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি। রাত ৮টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিলম্বে ছাড়ার কথা বলা হয়।
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।
সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টায়ও ফ্লাইটটি ছেড়ে যায়নি। ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করার কথা ছিল। এতে প্রায় দেড়শতাধিক যাত্রী রয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি। একজন অসুস্থ হয়েছেন বলে আমরা জানতে পারি। সংবাদ পেয়ে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
কলকাতা থেকে একজন যাত্রী ভিডিওতে বলেন, ফ্লাইটটি রানওয়েতে গিয়ে আবার ফেরত এসেছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছে। ভেতরে এসি নেই, গরমে সবার অস্থির হয়ে উঠেছেন। যে কারিগরি সমস্যা দেখা দিয়েছে সেটা এখনও ঠিক হয়নি।
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ফলে ভেতরে থাকা যাত্রীরা দুর্বিষহ সময় কাটাচ্ছেন। তাঁদের
ফ্লাইটের ভেতর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। উড়োজাহাজের ভেতরে অনেক নারী ও শিশু রয়েছে।
যাত্রীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কলকাতা বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি। রাত ৮টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিলম্বে ছাড়ার কথা বলা হয়।
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।
সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টায়ও ফ্লাইটটি ছেড়ে যায়নি। ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করার কথা ছিল। এতে প্রায় দেড়শতাধিক যাত্রী রয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি। একজন অসুস্থ হয়েছেন বলে আমরা জানতে পারি। সংবাদ পেয়ে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
কলকাতা থেকে একজন যাত্রী ভিডিওতে বলেন, ফ্লাইটটি রানওয়েতে গিয়ে আবার ফেরত এসেছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছে। ভেতরে এসি নেই, গরমে সবার অস্থির হয়ে উঠেছেন। যে কারিগরি সমস্যা দেখা দিয়েছে সেটা এখনও ঠিক হয়নি।
ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
২ ঘণ্টা আগেযুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগেপাকিস্তান সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ফিরিয়ে দিয়েছে। গত ২৩ এপ্রিল বিএসএফের এই জওয়ান সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে গেলে দেশটি নিরাপত্তাবাহিনীর হাতে আটক হন। সেই হিসাবে আজ বুধবার দীর্ঘ ২১ দিন পর তাঁকে ফেরত দেওয়া হলো।
৩ ঘণ্টা আগে