নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩৯ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে