Ajker Patrika

প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৭
প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধী

বাড়ি ভাড়া, অফিস ভাড়াসহ অনেক ভবনের ভাড়া দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।

একইভাবে ১০ নম্বর জনপথ রোডের সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে ৪ হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। অন্যদিকে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত মহাসচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে ৫ লাখ ৭ হাজার ৯১১ রুপি।

 ২০১০ সালের জুনে কংগ্রেস পার্টিকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের পুরোনো এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিয়েছে। 

সোনিয়া গান্ধী সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত