Ajker Patrika

সাপে কাটা যুবকের শেষকৃত্য থেকে ফিরে সাপের ছোবলে ভাইয়ের মৃত্যু 

সাপে কাটা যুবকের শেষকৃত্য থেকে ফিরে সাপের ছোবলে ভাইয়ের মৃত্যু 

ভারতের উত্তর প্রদেশে সাপের ছোবলে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন তাঁর এক ভাই। সেই ভাইও ঘুমের মধ্যে ওই বাড়িতেই সাপের ছোবলে মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণ গোবিন্দ মিশ্রা তাঁর বড়ভাই অরবিন্দ মিশ্রার (৩৮) শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গিয়েছিলেন ভবানীপুর গ্রামে। ঘটনা গত বুধবারের। তার আগের রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে অরবিন্দ মিশ্রা মারা যান সাপের কামড়ে। পরে গোবিন্দ ভাইয়ের শেষকৃত্য শেষে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে তাঁকেও সাপে কাটে। এ সময় সাপের ছোবলের শিকার হন আরও একজন।

স্থানীয় পুলিশের কর্মকর্তা রাধা রমণ সিং বলেন, ‘গোবিন্দা মিশ্রাও ঘুমের মধ্যে সাপের ছোবলেই মারা গেছেন। তাঁর আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেও (২২) সাপের ছোবল খান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।’

পুলিশ জানিয়েছে, গোবিন্দ মিশ্রা এবং চন্দ্রশেখর পাণ্ড উভয়ই ভবানীপুর গ্রামে এসেছিলেন অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে। তারা এসেছিলেন লুধিয়ানা থেকে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক কৈলাস নাথ শুক্লা সাপের ছোবলে নিহত দুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত