Ajker Patrika

কংগ্রেসে যোগদানের বিষয়টি চূড়ান্তভাবে নাকচ করলেন পিকে

কংগ্রেসে যোগদানের বিষয়টি চূড়ান্তভাবে নাকচ করলেন পিকে

কংগ্রেসে যোগদান করছেন না প্রশান্ত কিশোর ওরফে পিকে। এক সপ্তাহ আগে তিনি কংগ্রেসে যোগদান করছেন এমনটা চাউর হয়েছিল। তবে সেই খবরে পানি ঢেলে ইলেকশন ইঞ্জিনিয়ার বলে খ্যাত পিকে মঙ্গলবার নিজেই কংগ্রেসে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিহারের একটি গ্রামে জনসংযোগকালে পিকে বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের ওই গ্রামে জনসংযোগকালে তিনি কংগ্রেসে তাঁর যোগদানের বিষয়টি নাকচ করে কংগ্রেসের উদ্দেশে তিনি প্রণাম ঠোকেন। পিকে বিহারে ‘নতুন ধরনের’ সরকার গঠনের লক্ষ্যে জনমত যাচাইয়ে নেমেছেন। 

কংগ্রেসে যোগদানের বিষয়ে কথা বলতে গিয়ে পিকে বলেন, কংগ্রেস নিজে তো ডুববেই সঙ্গে সবাইকে নিয়ে ডুববে। 

পিকে আরও বলেন, ‘২০১৫ সালে আমরা বিহারে জিতেছি, জিতেছি পাঞ্জাবে। ২০১৯ সালে অন্ধ্র প্রদেশে জগন মোহন রেড্ডি জিতেছেন। আমরা তামিলনাড়ু ও বাঙলায় জিতেছি। বিগত ১১ বছরে আমরা কেবল একটি নির্বাচনে হেরেছি। আর সেটা হলো ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচন। এবং ঠিক এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেসের সঙ্গে কোনো কাজ করব না।’ এ সময়ই তিনি কংগ্রেসের উদ্দেশে বিদায়ী প্রণাম ঠোকেন।

পিকে আরও বলেন, ‘কংগ্রেস এমন একটি দল যারা কখনো একসঙ্গে কাজ করতে পারেনি। এবং বর্তমানের কংগ্রেসের বর্তমান নেতৃবৃন্দ হলো এমন যে—তাঁরা তো নিজে ডুববেই সঙ্গে সবাইকে নিয়ে যাবে। তাই আমি যদি যাই তবে আমিও ডুবব।’ 

এর আগে, এই ইলেকশন ইঞ্জিনিয়ার—রাজস্থানের উদয়পুরে আয়োজিত কংগ্রেসের সাম্প্রতিক চিন্তন শিবিরকে তিনি চূড়ান্ত ব্যর্থ বলে আখ্যা দেন। সেসময় তিনি ভবিষ্যদ্বাণী করেন যে—এই বছরের শেষ দিকে হতে যাওয়া গুজরাট এবং হিমাচল প্রদেশের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত