ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ আজ বুধবার ছিল ১১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে ৬ দিন আগে আসামে প্রবেশ করেছে। তবে এই সময়ের মধ্যে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানাভাবে যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলকে একটি মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও আছে। সর্বশেষ আজ বুধবার রাহুলকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হিমন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, তিনি রাহুল গান্ধীর গ্রেপ্তার করাবেন, তবে এটা লোকসভা নির্বাচনের পর। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এখনই ব্যবস্থা নিই, তবে তারা এটিকে রাজনৈতিক চাল বলবে।’
এর আগে গত মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
হিমন্ত শর্মা দাবি করেন, কংগ্রেস একটি ঝামেলা পাকাতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যাত্রার আসল উদ্দেশ্য হলো আসামকে বিরক্ত করা এবং আসামের শান্তিকে নষ্ট করা। আমরা তার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যকে পরাজিত করেছি এবং তাকে ধুবরির বাইরে যা করতে চায়, তা করতে দিন।’
রাহুলের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করব। এই দলই মামলাটি তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই আমরা তাঁকে গ্রেপ্তার করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে। গতকালই গুয়াহাটিতে একটি বড় ধরনের অঘটন ঘটতে পারত, যেভাবে সে মানুষকে উসকে দিয়েছে।’
কংগ্রেসের অভিযোগ, গত সোমবার রামমন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে তাঁর বহরসহ রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন হিমন্ত। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রার বহরে বিজেপির সন্ত্রাসীরা অন্তত দুবার হামলা করেছে। পাশাপাশি রাহুলকে একটি মন্দিরে প্রবেশেও বাধা দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষে। শেষ পর্যন্ত রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে দিনটি শেষ করেছিলেন কংগ্রেস নেতা।
গতকাল মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে মামলার পর তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, ‘আমি জানি না, হিমন্ত বিশ্বশর্মা কীভাবে এই ধারণা পেয়েছেন, মামলা করে তিনি আমাকে ভয় দেখাতে পারেন। যত মামলাই করুন, আরও ২৫টি মামলা করুন, আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না।’
১৪ জানুয়ারি শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা টানা ৬৬ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার এই বহর আসাম ছেড়ে যাবে বলে জানা গেছে।
ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ আজ বুধবার ছিল ১১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে ৬ দিন আগে আসামে প্রবেশ করেছে। তবে এই সময়ের মধ্যে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানাভাবে যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলকে একটি মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও আছে। সর্বশেষ আজ বুধবার রাহুলকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হিমন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, তিনি রাহুল গান্ধীর গ্রেপ্তার করাবেন, তবে এটা লোকসভা নির্বাচনের পর। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এখনই ব্যবস্থা নিই, তবে তারা এটিকে রাজনৈতিক চাল বলবে।’
এর আগে গত মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
হিমন্ত শর্মা দাবি করেন, কংগ্রেস একটি ঝামেলা পাকাতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যাত্রার আসল উদ্দেশ্য হলো আসামকে বিরক্ত করা এবং আসামের শান্তিকে নষ্ট করা। আমরা তার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যকে পরাজিত করেছি এবং তাকে ধুবরির বাইরে যা করতে চায়, তা করতে দিন।’
রাহুলের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করব। এই দলই মামলাটি তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই আমরা তাঁকে গ্রেপ্তার করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে। গতকালই গুয়াহাটিতে একটি বড় ধরনের অঘটন ঘটতে পারত, যেভাবে সে মানুষকে উসকে দিয়েছে।’
কংগ্রেসের অভিযোগ, গত সোমবার রামমন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে তাঁর বহরসহ রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন হিমন্ত। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রার বহরে বিজেপির সন্ত্রাসীরা অন্তত দুবার হামলা করেছে। পাশাপাশি রাহুলকে একটি মন্দিরে প্রবেশেও বাধা দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষে। শেষ পর্যন্ত রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে দিনটি শেষ করেছিলেন কংগ্রেস নেতা।
গতকাল মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে মামলার পর তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, ‘আমি জানি না, হিমন্ত বিশ্বশর্মা কীভাবে এই ধারণা পেয়েছেন, মামলা করে তিনি আমাকে ভয় দেখাতে পারেন। যত মামলাই করুন, আরও ২৫টি মামলা করুন, আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না।’
১৪ জানুয়ারি শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা টানা ৬৬ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার এই বহর আসাম ছেড়ে যাবে বলে জানা গেছে।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
৮ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৪৪ মিনিট আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে