ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘মাদার অব ইন্ডিয়া’ বা ‘ভারতের মা’ বলে অভিহিত করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। শুধু তা–ই নয়, কংগ্রেস নেতা প্রয়াত মুখ্যমন্ত্রী কে করুণাকরণকে বলেছেন ‘সাহসী প্রশাসক’। এ ছাড়া বিজেপি নেতা কর্ণুয়াকরন এবং মার্ক্সবাদী প্রবীণ নেতা ই কে নয়নারকে বলেছেন তাঁর ‘রাজনৈতিক গুরু’!
গত বুধবার মন্ত্রী সুরেশ গোপী কেরালা রাজ্যের ত্রিশূর শহরের পুনকুনমে অবস্থিত করুণাকরণের স্মৃতিসৌধ ‘মুরালি মন্দিরম’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সুরেশ কেরালা রাজ্য থেকে বিজেপির টিকিটে লোকসভা আসনে জিতেছেন। তাঁকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
মজার বিষয় হলো, করুণাকরণের ছেলে এবং কংগ্রেস নেতা কে মুরালিধরনকে পরাজিত করেই লোকসভা ভোটে জিতেছেন সুরেশ গোপী। তিনি ত্রিশূর লোকসভা আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ২৬ এপ্রিলের ভোটে কে মুরালিধরন তৃতীয় স্থানে ছিলেন।
তবে কংগ্রেস নেতা করুণাকরণ স্মৃতিসৌধে এই সফরকে রাজনৈতিক রং না দেওয়ার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, করুণাকরণ তাঁর ‘গুরু’। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন।
সুরেশ গোপী বলেন, মার্ক্সবাদী নেতা নয়নার এবং তাঁর স্ত্রী সারদা শিক্ষকের মতো করুণাকরণ এবং তাঁর স্ত্রী কল্যাণিকুট্টি আম্মার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কান্নুরে নয়নার বাড়িতে গিয়েছিলেন। ১২ জুন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক ঝালাই করে নিয়েছেন।
সুরেশ গোপী বলেন, ইন্দিরা গান্ধীকে তিনি ‘ভারতথিন্তে মাথাভু’ (ভারতের মা) হিসেবে দেখেন। করুণাকরণ তাঁর চোখে ‘রাজ্যের কংগ্রেস দলের পিতা’ ছিলেন।
সতর্কতা হিসেবে তিনি এর ব্যাখ্যায় বলেন, করুণাকরণকে কেরালায় কংগ্রেসের ‘পিতা’ হিসেবে বর্ণনা করা মানে দক্ষিণের এই রাজ্যের প্রাচীনতম দল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতাদের প্রতি অসম্মান করা নয়।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কংগ্রেসের এ প্রবীণ নেতার (করুণাকরণ) প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন সুরেশ গোপী। তাঁকে তাঁর প্রজন্মের একজন ‘সাহসী প্রশাসক’ হিসেবে অভিহিত করেন তিনি।
সুরেশ বলেন, ২০১৯ সালেও মুরালি মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কন্যা পদ্মজা ভেনুগোপাল রাজনৈতিক কারণে তাঁকে নিরুৎসাহিত করেছিলেন বলে যাওয়া হয়নি। কন্যাও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।
পরে সুরেশ গোপী শহরের বিখ্যাত লর্ড মাতা চার্চে গিয়ে প্রার্থনা করেন।
সুরেশ অভিযোগ করেন, তিনি এবং তাঁর পরিবার মেয়ের বিয়ের সময় সেন্ট মেরির মূর্তির কাছে সোনার মুকুট নৈবেদ্য দেওয়ার ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। তারা অভিযোগ করেছিল, মুকুটটি সোনার ছিল না, বরং তামার তৈরি ছিল!
বহুদিন পর কেরালায় খাতা খুলেছে বিজেপি। সেটিও ঘটল কেরালার জনপ্রিয় অভিনেতা সুরেশ গোপীর হাত ধরে। বাম শাসিত এ রাজ্যে বিজেপি কখনো গুরুত্বই পায়নি। এবার কংগ্রেসও অবশ্য এ রাজ্যে বেশ কয়েকটি আসন পেয়েছে।
ত্রিশূর লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হয়েছিল। কংগ্রেস, বিজেপি এবং সিপিআইয়ের গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এ আসনে। শেষ পর্যন্ত এই আসন দিয়েই দীর্ঘদিনের খরা কাটাল বিজেপি।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘মাদার অব ইন্ডিয়া’ বা ‘ভারতের মা’ বলে অভিহিত করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। শুধু তা–ই নয়, কংগ্রেস নেতা প্রয়াত মুখ্যমন্ত্রী কে করুণাকরণকে বলেছেন ‘সাহসী প্রশাসক’। এ ছাড়া বিজেপি নেতা কর্ণুয়াকরন এবং মার্ক্সবাদী প্রবীণ নেতা ই কে নয়নারকে বলেছেন তাঁর ‘রাজনৈতিক গুরু’!
গত বুধবার মন্ত্রী সুরেশ গোপী কেরালা রাজ্যের ত্রিশূর শহরের পুনকুনমে অবস্থিত করুণাকরণের স্মৃতিসৌধ ‘মুরালি মন্দিরম’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সুরেশ কেরালা রাজ্য থেকে বিজেপির টিকিটে লোকসভা আসনে জিতেছেন। তাঁকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
মজার বিষয় হলো, করুণাকরণের ছেলে এবং কংগ্রেস নেতা কে মুরালিধরনকে পরাজিত করেই লোকসভা ভোটে জিতেছেন সুরেশ গোপী। তিনি ত্রিশূর লোকসভা আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ২৬ এপ্রিলের ভোটে কে মুরালিধরন তৃতীয় স্থানে ছিলেন।
তবে কংগ্রেস নেতা করুণাকরণ স্মৃতিসৌধে এই সফরকে রাজনৈতিক রং না দেওয়ার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, করুণাকরণ তাঁর ‘গুরু’। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন।
সুরেশ গোপী বলেন, মার্ক্সবাদী নেতা নয়নার এবং তাঁর স্ত্রী সারদা শিক্ষকের মতো করুণাকরণ এবং তাঁর স্ত্রী কল্যাণিকুট্টি আম্মার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কান্নুরে নয়নার বাড়িতে গিয়েছিলেন। ১২ জুন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক ঝালাই করে নিয়েছেন।
সুরেশ গোপী বলেন, ইন্দিরা গান্ধীকে তিনি ‘ভারতথিন্তে মাথাভু’ (ভারতের মা) হিসেবে দেখেন। করুণাকরণ তাঁর চোখে ‘রাজ্যের কংগ্রেস দলের পিতা’ ছিলেন।
সতর্কতা হিসেবে তিনি এর ব্যাখ্যায় বলেন, করুণাকরণকে কেরালায় কংগ্রেসের ‘পিতা’ হিসেবে বর্ণনা করা মানে দক্ষিণের এই রাজ্যের প্রাচীনতম দল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতাদের প্রতি অসম্মান করা নয়।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কংগ্রেসের এ প্রবীণ নেতার (করুণাকরণ) প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন সুরেশ গোপী। তাঁকে তাঁর প্রজন্মের একজন ‘সাহসী প্রশাসক’ হিসেবে অভিহিত করেন তিনি।
সুরেশ বলেন, ২০১৯ সালেও মুরালি মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কন্যা পদ্মজা ভেনুগোপাল রাজনৈতিক কারণে তাঁকে নিরুৎসাহিত করেছিলেন বলে যাওয়া হয়নি। কন্যাও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।
পরে সুরেশ গোপী শহরের বিখ্যাত লর্ড মাতা চার্চে গিয়ে প্রার্থনা করেন।
সুরেশ অভিযোগ করেন, তিনি এবং তাঁর পরিবার মেয়ের বিয়ের সময় সেন্ট মেরির মূর্তির কাছে সোনার মুকুট নৈবেদ্য দেওয়ার ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। তারা অভিযোগ করেছিল, মুকুটটি সোনার ছিল না, বরং তামার তৈরি ছিল!
বহুদিন পর কেরালায় খাতা খুলেছে বিজেপি। সেটিও ঘটল কেরালার জনপ্রিয় অভিনেতা সুরেশ গোপীর হাত ধরে। বাম শাসিত এ রাজ্যে বিজেপি কখনো গুরুত্বই পায়নি। এবার কংগ্রেসও অবশ্য এ রাজ্যে বেশ কয়েকটি আসন পেয়েছে।
ত্রিশূর লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হয়েছিল। কংগ্রেস, বিজেপি এবং সিপিআইয়ের গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এ আসনে। শেষ পর্যন্ত এই আসন দিয়েই দীর্ঘদিনের খরা কাটাল বিজেপি।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২৫ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
৩১ মিনিট আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে