কলকাতা সংবাদদাতা
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।
নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।
ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।
অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে