ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সরবরাহ করা খাবারে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মথুরাস পাল নামের ওই যাত্রী পেশায় সাংবাদিক। গত সপ্তাহে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মধুরাস পাল জানান, মাঝ আকাশে বিমানের ভেতর তাঁকে সেদ্ধ করা মিষ্টি আলু ও ডুমুরের চাট খেতে দেওয়া হয়েছিল। পরে মুখের ভেতর তিনি ধাতব কোনো বস্তুর উপস্থিতি টের পান।
মথুরাস লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। এটির সেদ্ধ মিষ্টি আলু আর ডুমুর চাটের মধ্যে লুকিয়ে ছিল ব্লেডের মতো একটি ধাতব বস্তু। খাবার চিবানোর সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি মুখের ভেতর এটির উপস্থিতি টের পাই। ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হয়নি।’
পোস্টে খাবারে পাওয়া ব্লেডের ছবি জুড়ে দিয়ে এ ঘটনাটির জন্য এয়ার ইন্ডিয়ার কাটারিং সার্ভিসকে দায়ী করেন মথুরাস। এ ধরনের ঘটনা বিমান সংস্থাটির ইমেজকে খাটো করে বলেও উল্লেখ করেন তিনি। আর এই খাবারটি যদি কোনো শিশুকে প্রদান করা হতো, তবে আরও মারাত্মক পরিণতি হতে পারত বলে আশঙ্কা করেন তিনি।
মথুরাস পালের ওই পোস্ট দৃষ্টিগোচর হয়েছে এয়ার ইন্ডিয়ারও। পরে বিমান সংস্থাটির পক্ষ থেকে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁকে একটি বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিট অফার করা হয়। এই টিকিট দিয়ে আগামী এক বছরের মধ্যে ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার যেকোনো রুটের যেকোনো ফ্লাইটে ব্যবহার করতে পারবেন।
এদিকে এয়ার ইন্ডিয়ার ওই টিকিটের অফার প্রত্যাখ্যান করেছেন মথুরাস। তিনি এই অফারকে বিমান সংস্থাটির ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন।
খাবারে ব্লেডের ব্যাখ্যা দিতে গিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ওই ব্লেডটি আসলে সবজি কাটার মেশিনের। হয়তো সবজি কাটার সময় মেশিনের ভাঙা টুকরোটি রয়ে গেছে। বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তেরও পরিকল্পনা করেছে সংস্থাটি।
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সরবরাহ করা খাবারে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মথুরাস পাল নামের ওই যাত্রী পেশায় সাংবাদিক। গত সপ্তাহে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মধুরাস পাল জানান, মাঝ আকাশে বিমানের ভেতর তাঁকে সেদ্ধ করা মিষ্টি আলু ও ডুমুরের চাট খেতে দেওয়া হয়েছিল। পরে মুখের ভেতর তিনি ধাতব কোনো বস্তুর উপস্থিতি টের পান।
মথুরাস লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। এটির সেদ্ধ মিষ্টি আলু আর ডুমুর চাটের মধ্যে লুকিয়ে ছিল ব্লেডের মতো একটি ধাতব বস্তু। খাবার চিবানোর সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি মুখের ভেতর এটির উপস্থিতি টের পাই। ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হয়নি।’
পোস্টে খাবারে পাওয়া ব্লেডের ছবি জুড়ে দিয়ে এ ঘটনাটির জন্য এয়ার ইন্ডিয়ার কাটারিং সার্ভিসকে দায়ী করেন মথুরাস। এ ধরনের ঘটনা বিমান সংস্থাটির ইমেজকে খাটো করে বলেও উল্লেখ করেন তিনি। আর এই খাবারটি যদি কোনো শিশুকে প্রদান করা হতো, তবে আরও মারাত্মক পরিণতি হতে পারত বলে আশঙ্কা করেন তিনি।
মথুরাস পালের ওই পোস্ট দৃষ্টিগোচর হয়েছে এয়ার ইন্ডিয়ারও। পরে বিমান সংস্থাটির পক্ষ থেকে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁকে একটি বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিট অফার করা হয়। এই টিকিট দিয়ে আগামী এক বছরের মধ্যে ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার যেকোনো রুটের যেকোনো ফ্লাইটে ব্যবহার করতে পারবেন।
এদিকে এয়ার ইন্ডিয়ার ওই টিকিটের অফার প্রত্যাখ্যান করেছেন মথুরাস। তিনি এই অফারকে বিমান সংস্থাটির ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন।
খাবারে ব্লেডের ব্যাখ্যা দিতে গিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ওই ব্লেডটি আসলে সবজি কাটার মেশিনের। হয়তো সবজি কাটার সময় মেশিনের ভাঙা টুকরোটি রয়ে গেছে। বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তেরও পরিকল্পনা করেছে সংস্থাটি।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
১ সেকেন্ড আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৬ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে