Ajker Patrika

মহারাষ্ট্রে ২৫০ কুকুরকে হত্যার ঘটনায় দুই বানর আটক

মহারাষ্ট্রে ২৫০ কুকুরকে হত্যার ঘটনায় দুই বানর আটক

পূর্ব শত্রুতার জেরে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে হামলা করে ২৫০ কুকুরকে হত্যা করেছে বানরের দল। এই ঘটনায় দুই বানরকে আটক করা হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কুকুরের আক্রমণে বানরের এক বাচ্চা হত্যার শিকার হওয়ায় এমন ভয়াবহ হামলা চালাচ্ছে বানরের দল। 

বন কর্মকর্তা শচীন কান্দ বার্তা সংস্থা এএনআইকে বলেন, অনেকগুলো কুকুরছানাকে হত্যার সঙ্গে আটক বানর দুটি জড়িত। নাগপুর বন বিভাগের একটি দল বানর দুটিকে আটক করে। বানর দুটিকে নাগপুরে স্থানান্তরিত করা হচ্ছে এবং কাছের একটি বনে ছেড়ে দেওয়া হবে। 

স্থানীয়রা বলছেন, বানরের একটি বিশাল দল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লাভুল গ্রামে বর্তমানে আর কোনো কুকুরছানা বেঁচে নেই। বানরের দল কুকুরছানা দেখলেই তুলে নিয়ে যাচ্ছে এবং উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে হত্যা করছে। শুধু কুকুরছানাই নয় বানরের দল স্কুলগামী শিক্ষার্থীদের ওপরও হামলা চালাচ্ছে। এতে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত