অনাস্থা প্রস্তাবের জবাবে ওয়াকআউট করায় বিরোধী দলগুলোকে উপহাস করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘তারা সংসদ থেকে পালিয়ে গেছে।’ গত বৃহস্পতিবার সংসদে বিরোধী দলগুলোকে নিয়ে এমন উপহাস করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদলগুলো ওয়াকআউট করেছে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।
আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ’ এর উদ্বোধনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘মাত্র দুই দিন আগে আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি। আমরা তাদের প্রচারিত নেতিবাচকতাকেও পরাজিত করেছি। আসলে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পাচ্ছিল। তারা ভোটাভুটি চায়নি কারণ এতে তাদের জোটের ফাটল সবার সামনে এসে যেত। তাই তারা সংসদ থেকে পালিয়েছে।’
লোকসভায় কণ্ঠভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব পরাজিত হয়।
প্রধানমন্ত্রী দাবি করেন বিরোধী দলগুলো শুধু মণিপুর নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তারা আলোচনা নিয়ে সিরিয়াস ছিলেন না। তারা শুধু এ নিয়ে রাজনীতি করতে চেয়েছে।
কংগ্রেসের ‘দারিদ্র্য হটাও’ স্লোগানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাস্তবে, তারা দারিদ্র্য সরানোর জন্য ও দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। বিজেপি সরকার দরিদ্রদের সার্বিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।’
গত মাসের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখানোর জন্য ‘সন্ত্রাস ও হুমকি’ ব্যবহার করায় তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন মোদী।
মোদী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধী দলকে হুমকি দেওয়ার জন্য সহিংসতা ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষের ভালোবাসায় জনগণের জয় হয়েছে। কিন্তু আমাদের প্রার্থীরা জয়ের পরও বিজয়ী মিছিল বের করতে পারছে না। কেউ মিছিল বের করলেই হামলার শিকার হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি।’
অনাস্থা প্রস্তাবের জবাবে ওয়াকআউট করায় বিরোধী দলগুলোকে উপহাস করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘তারা সংসদ থেকে পালিয়ে গেছে।’ গত বৃহস্পতিবার সংসদে বিরোধী দলগুলোকে নিয়ে এমন উপহাস করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদলগুলো ওয়াকআউট করেছে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।
আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ’ এর উদ্বোধনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘মাত্র দুই দিন আগে আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি। আমরা তাদের প্রচারিত নেতিবাচকতাকেও পরাজিত করেছি। আসলে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পাচ্ছিল। তারা ভোটাভুটি চায়নি কারণ এতে তাদের জোটের ফাটল সবার সামনে এসে যেত। তাই তারা সংসদ থেকে পালিয়েছে।’
লোকসভায় কণ্ঠভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব পরাজিত হয়।
প্রধানমন্ত্রী দাবি করেন বিরোধী দলগুলো শুধু মণিপুর নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তারা আলোচনা নিয়ে সিরিয়াস ছিলেন না। তারা শুধু এ নিয়ে রাজনীতি করতে চেয়েছে।
কংগ্রেসের ‘দারিদ্র্য হটাও’ স্লোগানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাস্তবে, তারা দারিদ্র্য সরানোর জন্য ও দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। বিজেপি সরকার দরিদ্রদের সার্বিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।’
গত মাসের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখানোর জন্য ‘সন্ত্রাস ও হুমকি’ ব্যবহার করায় তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন মোদী।
মোদী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধী দলকে হুমকি দেওয়ার জন্য সহিংসতা ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষের ভালোবাসায় জনগণের জয় হয়েছে। কিন্তু আমাদের প্রার্থীরা জয়ের পরও বিজয়ী মিছিল বের করতে পারছে না। কেউ মিছিল বের করলেই হামলার শিকার হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি।’
থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
১০ মিনিট আগেপাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
৩ ঘণ্টা আগে