Ajker Patrika

বিবিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন ভারতের কর কর্মকর্তারা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৭
বিবিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন ভারতের কর কর্মকর্তারা

অফিসে তল্লাশি চালিয়ে বিবিসির হিসাব বইয়ে অনিয়ম পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর কর্তৃপক্ষ। দিল্লি ও মুম্বাইয়ে তিন দিন ধরে তল্লাশি চালানোর পর এমন বিবৃতি দিল কর কর্তৃপক্ষ, যদিও তাতে সরাসরি বিবিসির নাম নেওয়া হয়নি। খবর বিবিসি।

এদিকে বিবিসি বলছে, তারা কর কর্মকর্তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। কর্তৃপক্ষ থেকে সরাসরি যোগাযোগেও তারা সাড়া দেবে।

গতকাল শুক্রবার ভারতের কর কর্তৃপক্ষ বলেছে, তাদের পক্ষ থেকে দিল্লি ও মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানে জরিপ চালানো হয়েছে, যেটি হিন্দি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় কনটেন্ট তৈরি করে।

কর কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানের দুটি ইউনিট আয় ও লাভের যে চিত্র দেখিয়েছে, তা ভারতে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলেছে, যা পাওয়া গেছে তাতে দেখা যায় সুনির্দিষ্ট রেমিট্যান্সের ওপর কর পরিশোধ করা হয়নি। তাদের রেমিট্যান্স ভারতে আয় হিসেবে দেখানো হয়নি।

ভারতে বিবিসি কার্যালয়ে তিন দিনের তল্লাশির পর বৃহস্পতিবার বিবিসি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখব। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।’

২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। গত ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করেছে বিবিসি। এরপর ২৪ জানুয়ারি দেখানো হয়েছে দ্বিতীয় পর্ব।

‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের প্রথম পর্ব প্রকাশের পর ২১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে সরকার এই তথ্যচিত্রের ভিডিও লিংক ব্লক করার জন্য ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয়।

এরপর গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদর্শিত হতে থাকে তথ্যচিত্রটি। এর প্রদর্শনী বন্ধ করতে পুলিশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়াও হয়। আটক করে অনেক শিক্ষার্থীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত