Ajker Patrika

কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু, সরকারের কাছে টিকার আবেদন

আপডেট : ০৯ জুন ২০২১, ১৪: ৩৫
কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু, সরকারের কাছে টিকার আবেদন

ঢাকা: ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ১০ লাখ টিকা দেওয়ার আবেদন জানিয়েছে সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়া।

আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর মৃত্যু হয়েছে। তাই সংস্থাটি দেশটির সরকারের কাছে তাঁদের কর্মী ও কর্মীদের পরিবারের জন্য টিকার আবেদন করেছে।

কোল ইন্ডিয়ার শ্রমিক সংগঠন ‘অখিল ভারতীয় মজদুর সংঘ’র সাধারণ সম্পাদক সুধীর ঘুরদে বলেন, সংস্থার উচিত বড় পরিসরে টিকা কর্মসূচি নিয়ে সব কর্মী ও তাঁদের পরিবারকে টিকা দেওয়া। তবেই এই সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, বর্তমানে কোল ইন্ডিয়ার কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৯ হাজার জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার কর্মীকে টিকা দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেও কাজ করতে হয়েছে কোল ইন্ডিয়ার কর্মীদের। কেননা ভারতের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশই হয় কয়লা থেকে। কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার কর্মী। এখনো হাজারের বেশি কর্মীর চিকিৎসা চলছে।

প্রতিষ্ঠানটি করোনায় তাঁদের কোনো কর্মী মারা গেলে ১৫ লাখ রুপি করে দিয়ে থাকে এবং তাঁর পরিবারের অন্য একজনকে চাকরি দিয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত