Ajker Patrika

কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু, সরকারের কাছে টিকার আবেদন

আপডেট : ০৯ জুন ২০২১, ১৪: ৩৫
কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু, সরকারের কাছে টিকার আবেদন

ঢাকা: ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ১০ লাখ টিকা দেওয়ার আবেদন জানিয়েছে সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়া।

আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর মৃত্যু হয়েছে। তাই সংস্থাটি দেশটির সরকারের কাছে তাঁদের কর্মী ও কর্মীদের পরিবারের জন্য টিকার আবেদন করেছে।

কোল ইন্ডিয়ার শ্রমিক সংগঠন ‘অখিল ভারতীয় মজদুর সংঘ’র সাধারণ সম্পাদক সুধীর ঘুরদে বলেন, সংস্থার উচিত বড় পরিসরে টিকা কর্মসূচি নিয়ে সব কর্মী ও তাঁদের পরিবারকে টিকা দেওয়া। তবেই এই সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, বর্তমানে কোল ইন্ডিয়ার কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৯ হাজার জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার কর্মীকে টিকা দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেও কাজ করতে হয়েছে কোল ইন্ডিয়ার কর্মীদের। কেননা ভারতের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশই হয় কয়লা থেকে। কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার কর্মী। এখনো হাজারের বেশি কর্মীর চিকিৎসা চলছে।

প্রতিষ্ঠানটি করোনায় তাঁদের কোনো কর্মী মারা গেলে ১৫ লাখ রুপি করে দিয়ে থাকে এবং তাঁর পরিবারের অন্য একজনকে চাকরি দিয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত