অনলাইন ডেস্ক
ভারতের টেলিকম কোম্পানি এয়ারসেল-এর প্রতিষ্ঠাতা চিনাক্কান্নান শিবাসংকরন। জীবন যেন একেবারে চলচ্চিত্রের মতো—দ্রুত এক উত্থানের পর তীব্র পতন। ২০১৮ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এই শিল্পপতি। সম্প্রতি ‘দ্য রানবীর শো’ পডকাস্টে এসে তিনি শোনালেন তাঁর উত্থান-পতনের গল্প। জানালেন কীভাবে সাড়ে ৯০০০ কোটি টাকা হারানোর পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
পডকাস্টার রানবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শিবাসংকরন জানান, দেউলিয়া হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা বই পড়েছিলেন তিনি। আর পেয়েছিলেন হাল না ছাড়ার অনুপ্রেরণা।
৬৮ বছর বয়সী এই উদ্যোক্তা বলেন, ‘আমি যেদিন দেউলিয়া হলাম, সেদিনই বসে লিখে ফেলি—আমি আবার কীভাবে কোটিপতি হব।’
এক সময়কার ৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক বলেন, ‘আমি গরিব না। অনেকে ভাবে আমি গরিব। কিন্তু না, আমি গরিব নয়, আমি দেউলিয়া।’
রানবীর জানতে চান, দেউলিয়া হওয়ার আগে সবচেয়ে ব্যয়বহুল কোন জিনিসগুলো কিনেছিলেন। শিবাসংকরন জানান, তিনি প্রচুর টাকা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে একাধিক বাড়ি কিনেছিলেন, এমনকি দুটো ব্যক্তিগত দ্বীপও কিনেছিলেন।
‘আপনার সবচেয়ে দামি কেনাকাটা কোনটা ছিল?’ —পডকাস্টার রানবীরের এই প্রশ্নে হেসে ফেলেন এই উদ্যোক্তা শিল্পপতি। ছোট্ট করে উত্তর দেন, ‘একটা দ্বীপ।’
পরে বলেন, সেসেলসে দুটো দ্বীপ ছিল তাঁর। সেগুলো এখন বিক্রি করে দিয়েছেন।
দ্বীপ কেনার পেছনে ব্যতিক্রমী ও মজার এক যুক্তি দেন শিবাসংকরণ। বলেন, ‘আমি চেয়েছিলাম, যেন মনে হয় নিজের একটা দেশে বাস করছি—রিপাবলিক অব শিবা।’
শিবাসংকরণ বলতে থাকেন, ‘এরপর আমি বাড়ি কিনেছিলাম সেসেলস, আমেরিকা, কানাডা, লন্ডনে... আমার ইচ্ছে ছিল, সব মহাদেশে একটা করে বাড়ি থাকবে আমার। তাই কিনে নিয়েছিলাম।’
পডকাস্টের আরেক অংশে এই শিল্পপতি জানান, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে তাঁর একটি ১৪ একর বাড়ি ছিল, যাতে হেলিপ্যাডও ছিল। কানাডায় তাঁর আরেকটি প্রাসাদসদৃশ বাড়িও ছিল, যা পুরস্কারও জিতেছিল।
তারপর সাবেক এই কোটিপতি জানালেন, চেন্নাইয়ে তাঁর ৭০৭ কোটি টাকা মূল্যের একটা বাড়ি ছিল। ৭১টা বেডরুম ছিল সেই বাড়িতে। সেই বিলাসবহুল বাড়ি এখন ভেঙে ফেলা হয়েছে।
শিবাসংকরণ বলেন, ‘আমি যখন বাড়িগুলো কিনেছিলাম, আমি তখন এক রাজকীয় বাড়িতে থাকতাম। ৫২৪ কোটি রুপির বাড়ি, যাতে ছিল ৭১টা বেডরুম। তারপর ওটা ভেঙে দেওয়া হয়। তবে আমি বাড়ির অর্ধেকটা আবার কিনে নিয়েছি।’
শিবা বলেন, ‘এখন আমার ২ একর জমি আছে, কিন্তু আমি সেখানে বাড়ি বানাতে চাই না। আগে আমি সব সমস্যার সমাধান করতে চাই।’
এয়ারসেল প্রতিষ্ঠাতা বলেন, ‘আমার মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলা শেষ হলে আমি আমার টাকা ফেরত পাব।’
ভারতের টেলিকম কোম্পানি এয়ারসেল-এর প্রতিষ্ঠাতা চিনাক্কান্নান শিবাসংকরন। জীবন যেন একেবারে চলচ্চিত্রের মতো—দ্রুত এক উত্থানের পর তীব্র পতন। ২০১৮ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এই শিল্পপতি। সম্প্রতি ‘দ্য রানবীর শো’ পডকাস্টে এসে তিনি শোনালেন তাঁর উত্থান-পতনের গল্প। জানালেন কীভাবে সাড়ে ৯০০০ কোটি টাকা হারানোর পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
পডকাস্টার রানবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শিবাসংকরন জানান, দেউলিয়া হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা বই পড়েছিলেন তিনি। আর পেয়েছিলেন হাল না ছাড়ার অনুপ্রেরণা।
৬৮ বছর বয়সী এই উদ্যোক্তা বলেন, ‘আমি যেদিন দেউলিয়া হলাম, সেদিনই বসে লিখে ফেলি—আমি আবার কীভাবে কোটিপতি হব।’
এক সময়কার ৪ বিলিয়ন ডলার সম্পদের মালিক বলেন, ‘আমি গরিব না। অনেকে ভাবে আমি গরিব। কিন্তু না, আমি গরিব নয়, আমি দেউলিয়া।’
রানবীর জানতে চান, দেউলিয়া হওয়ার আগে সবচেয়ে ব্যয়বহুল কোন জিনিসগুলো কিনেছিলেন। শিবাসংকরন জানান, তিনি প্রচুর টাকা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে একাধিক বাড়ি কিনেছিলেন, এমনকি দুটো ব্যক্তিগত দ্বীপও কিনেছিলেন।
‘আপনার সবচেয়ে দামি কেনাকাটা কোনটা ছিল?’ —পডকাস্টার রানবীরের এই প্রশ্নে হেসে ফেলেন এই উদ্যোক্তা শিল্পপতি। ছোট্ট করে উত্তর দেন, ‘একটা দ্বীপ।’
পরে বলেন, সেসেলসে দুটো দ্বীপ ছিল তাঁর। সেগুলো এখন বিক্রি করে দিয়েছেন।
দ্বীপ কেনার পেছনে ব্যতিক্রমী ও মজার এক যুক্তি দেন শিবাসংকরণ। বলেন, ‘আমি চেয়েছিলাম, যেন মনে হয় নিজের একটা দেশে বাস করছি—রিপাবলিক অব শিবা।’
শিবাসংকরণ বলতে থাকেন, ‘এরপর আমি বাড়ি কিনেছিলাম সেসেলস, আমেরিকা, কানাডা, লন্ডনে... আমার ইচ্ছে ছিল, সব মহাদেশে একটা করে বাড়ি থাকবে আমার। তাই কিনে নিয়েছিলাম।’
পডকাস্টের আরেক অংশে এই শিল্পপতি জানান, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে তাঁর একটি ১৪ একর বাড়ি ছিল, যাতে হেলিপ্যাডও ছিল। কানাডায় তাঁর আরেকটি প্রাসাদসদৃশ বাড়িও ছিল, যা পুরস্কারও জিতেছিল।
তারপর সাবেক এই কোটিপতি জানালেন, চেন্নাইয়ে তাঁর ৭০৭ কোটি টাকা মূল্যের একটা বাড়ি ছিল। ৭১টা বেডরুম ছিল সেই বাড়িতে। সেই বিলাসবহুল বাড়ি এখন ভেঙে ফেলা হয়েছে।
শিবাসংকরণ বলেন, ‘আমি যখন বাড়িগুলো কিনেছিলাম, আমি তখন এক রাজকীয় বাড়িতে থাকতাম। ৫২৪ কোটি রুপির বাড়ি, যাতে ছিল ৭১টা বেডরুম। তারপর ওটা ভেঙে দেওয়া হয়। তবে আমি বাড়ির অর্ধেকটা আবার কিনে নিয়েছি।’
শিবা বলেন, ‘এখন আমার ২ একর জমি আছে, কিন্তু আমি সেখানে বাড়ি বানাতে চাই না। আগে আমি সব সমস্যার সমাধান করতে চাই।’
এয়ারসেল প্রতিষ্ঠাতা বলেন, ‘আমার মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলা শেষ হলে আমি আমার টাকা ফেরত পাব।’
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
৩৬ মিনিট আগেবিশ্ববিখ্যাত মার্কিন পর্বতারোহী আলেক্সান্ডার প্যাঙ্কো নেপালের মাকালু পর্বত জয়ের পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার গভীর রাতে ক্যাম্প-২-তে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পরিকল্পনায় গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছ
২ ঘণ্টা আগেযুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে ক্রেমলিনে পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানে তাঁর সাধারণ মানের রান্নাঘর এবং অতিথিদের জন্য পরিবেশন করা কেফির ও জ্যামের দৃশ্য তুলে ধরা হয়।
২ ঘণ্টা আগে