Ajker Patrika

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চান্নি

কলকাতা প্রতিনিধি
পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চান্নি

ভারতের পাঞ্জাব রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিং চান্নি। গতকাল শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ৫৮ বছরের চান্নিকেই দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে  মনোনীত করেছে কংগ্রেস। 

আজ রোববার সন্ধ্যায় চান্নির মন্ত্রিসভা গঠনের দাবি নিয়ে রাজভবনে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মন্ত্রিসভা গঠনের জন্য এখনো কংগ্রেস আমন্ত্রণ পায়নি। অন্যদিকে, পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর এদিন তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর আশা, চান্নির নেতৃত্বেই পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দারা নিরাপদ থাকবেন। 

আজ রোববার সন্ধ্যায় কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানান, চরণজিৎ সিম চান্নিকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর আগে একাধিক নাম নিয়ে চর্চা হচ্ছিল। প্রবীণ কংগ্রেস নেত্রী অম্বিকা সোনিকেও মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু জাতীয় সংসদের সদস্যা অম্বিকা শিখ সম্প্রদায়েরই কাউকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়ে দলের অনুরোধ ফিরিয়ে দেন। তারপর এদিন বিধায়ক দলের বৈঠক শেষে রাজ্যের সাবেক কারিগরি শিক্ষামন্ত্রী চান্নিকেই মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়। 

কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে গতকাল শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর। পাঁচ মাস পরেই ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভার ভোট। ফলে অমরিন্দরের উত্তরসূরির হাতে রয়েছে মাত্র পাঁচ মাস। অন্যদিকে, অমরিন্দর কংগ্রেসে থাকবেন কি-না  তা এখনো স্পষ্ট নয়। তিনি আগেই জানিয়েছিলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে তিনি মানবেন না। এদিন অমরিন্দর ঘনিষ্ঠ চান্নিকে মুখ্যমন্ত্রী করে দলের ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে বলেই অনেকে মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত