Ajker Patrika

ভারতের কালো তালিকায় বাংলাদেশি ৬ ধর্মীয় বক্তা ও এক সংগীতশিল্পী

ভারতের কালো তালিকায় বাংলাদেশি ৬ ধর্মীয় বক্তা ও এক সংগীতশিল্পী

বাংলাদেশের ৬ জন ধর্মীয় বক্তা ও এক সংগীতশিল্পীকে কালো তালিকাভুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ৭ বাংলাদেশি ভারতীয় ভিসার অপব্যবহার করে দেশটিতে গিয়ে ভারত বিরোধী বক্তব্য দিয়ে স্থানীয়দের উসকে দিয়েছে এমন অভিযোগ এনেছে। এই অভিযোগে ওই ৭ জনের পাসপোর্ট কালো তালিকাভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং আসামের বহুল প্রচারিত দৈনিক দ্য সেন্টিনেলের পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই ৭ বাংলাদেশিদের মধ্যে ৬ জন হলেন—জালাল উদ্দীন উসমানী, মুফতি হোসাইন আহমাদ, আবু তাহের, মো. জাকারিয়া, খাজা বদরুদ্দোজা হায়দার এবং সংগীতশিল্পী মুনিয়া মুন। বাকি একজনের নাম জানা যায়নি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশিরা আসামসহ ভারতের বিভিন্নস্থানে ‘আপত্তিজনক কর্মকাণ্ড’ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসাম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসাম সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্র সরকারের সঙ্গে ওই ৭ বাংলাদেশির ব্যাপারে কথা বললে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেয়। 

ওই ৬ বাংলাদেশি ধর্মীয় বক্তা সাধারণত টুরিস্ট বা মেডিকেল ভিসায় ভারত সফর করতেন। তাঁরা একাধিকবার ভারতে গিয়েছেন এবং সেখানে স্থানীয়দের মধ্যে ক্ষতিকর বিষয় প্রচার করেছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। আর সংগীত শিল্পী মুনিয়া মুন ভারতের টুরিস্ট ভিসার শর্ত ভঙ্গ করেছেন বলেই তাঁর ভিসা বাতিল করা হয়েছে। 

ওই কর্মকর্তার বলেন, ‘যেসব ব্যক্তি টুরিস্ট ভিসায় ভারতে আসেন (যান) তাঁরা কোনো ধরনের ধর্মীয়, রাজনৈতিক এবং ব্যবসায়িক কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। এসব কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য বহুমুখী ভিসা প্রয়োজন হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত