Ajker Patrika

আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহত বেড়ে ৭৪

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২২, ১৭: ৩৬
আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহত বেড়ে ৭৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।

আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। 

এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা। 

আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং। 

আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত