কলকাতা প্রতিনিধি
জাতপাতের রাজনীতির জন্য পরিচিত উত্তর প্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নারী শক্তির ওপরই আস্থা রাখছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে নারীরাই কংগ্রেসের প্রার্থী হবেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'নারীদের স্বার্থেই পরিবর্তন জরুরি। নারীরাই করবেন পরিবর্তন।'
প্রায় তিন দশক আগে ভারতের সংসদীয় রাজনীতিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করতে জাতীয় সংসদে বিল পেশ করা হয়। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের বিরোধিতায় এখনো বিলটি পাস হয়নি। ভারতের কোনো রাজনৈতিক দলই এ পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনে নারীদের প্রার্থী করেনি। তবে স্থানীয়স্তরে গ্রাম ও শহরের নির্বাচনে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা ভোট। কংগ্রেসের অবস্থা এ রাজ্যে খুবই করুণ। বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির পরে কংগ্রেসের অবস্থান। এই অবস্থায় প্রিয়াঙ্কা চাইছেন উত্তর প্রদেশ থেকেই দলকে চাঙা করতে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে জাতপাতের রাজনীতির মধ্যেও নারীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক মাসে নারীদের ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নারী নির্যাতনের বিরুদ্ধেই কাজ করতে চান প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আন্দোলনরত কৃষকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চাপা মারা নিয়েও বিজেপির সমালোচনা করেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছে। উত্তর প্রদেশ থেকেই কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। লাগাতার আন্দোলনেরও ডাক দিয়েছেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, বিজেপি অবশ্য প্রিয়াঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা সিদ্ধার্থ সিং-এর মতে, পারিবারিক শাসনে কংগ্রেসের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। উত্তর প্রদেশে কোনো সম্ভাবনাই নেই প্রিয়াঙ্কাদের।
জাতপাতের রাজনীতির জন্য পরিচিত উত্তর প্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নারী শক্তির ওপরই আস্থা রাখছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে নারীরাই কংগ্রেসের প্রার্থী হবেন।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'নারীদের স্বার্থেই পরিবর্তন জরুরি। নারীরাই করবেন পরিবর্তন।'
প্রায় তিন দশক আগে ভারতের সংসদীয় রাজনীতিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করতে জাতীয় সংসদে বিল পেশ করা হয়। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের বিরোধিতায় এখনো বিলটি পাস হয়নি। ভারতের কোনো রাজনৈতিক দলই এ পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনে নারীদের প্রার্থী করেনি। তবে স্থানীয়স্তরে গ্রাম ও শহরের নির্বাচনে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা ভোট। কংগ্রেসের অবস্থা এ রাজ্যে খুবই করুণ। বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির পরে কংগ্রেসের অবস্থান। এই অবস্থায় প্রিয়াঙ্কা চাইছেন উত্তর প্রদেশ থেকেই দলকে চাঙা করতে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে জাতপাতের রাজনীতির মধ্যেও নারীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক মাসে নারীদের ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নারী নির্যাতনের বিরুদ্ধেই কাজ করতে চান প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আন্দোলনরত কৃষকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চাপা মারা নিয়েও বিজেপির সমালোচনা করেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছে। উত্তর প্রদেশ থেকেই কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। লাগাতার আন্দোলনেরও ডাক দিয়েছেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, বিজেপি অবশ্য প্রিয়াঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা সিদ্ধার্থ সিং-এর মতে, পারিবারিক শাসনে কংগ্রেসের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। উত্তর প্রদেশে কোনো সম্ভাবনাই নেই প্রিয়াঙ্কাদের।
‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করে। টানা চার দিনের উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। আনুমানিক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই উড়োজাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্যই বরাদ্দ থাকবে। ২০২৯ সালে এটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনের অধীনে চলে যাবে।
২ ঘণ্টা আগেআগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক আগে আগে ইসরায়েল-আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা
২ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
১৩ ঘণ্টা আগে