অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ। শনিবার তিনি বলেছেন, ‘অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। মন্দিরের জন্য যারা চেষ্টা করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। এটি এখন প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমি সমগ্র জাতির উদ্দেশে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নয়; তিনি বিশ্বের সবার। তিনি বিশ্বের সব মানুষের প্রভু। এটি বইয়ে লেখা আছে।’
ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য এবং একে অপরকে সাহায্য করার বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (রাম) সর্বদাই বলেছেন ধর্ম, জাতি নির্বিশেষে পতিতদের উন্নতি করতে। এই মন্দির উদ্বোধনের বিষয়ে, আমি দেশের জনগণকে বলতে চাই আমাদের দেশে যে ভ্রাতৃত্ববোধ কমে যাচ্ছে তা পুনরুজ্জীবিত করুন।’
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্মিত বিশাল মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হবে। রামলালা হলো রামের শৈশবের রূপ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শতাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সব সম্প্রদায়ের চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রামলালা মূর্তি স্থাপন অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে ১৬ জানুয়ারি।
অনুষ্ঠানে মহাযজ্ঞেরও আয়োজন করা হবে—যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হবে। এসব ভক্তের থাকার জন্য বেশ কয়েকটি তাঁবুর শহর তৈরি করা হচ্ছে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এসব তাঁবুতে অবস্থান নিতে পারবেন।
উল্লেখ্য, অযোধ্যার যে স্থানটিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থান নিয়ে ভারতে হিন্দু-মুসলমানের বিবাদ বহু পুরোনো। ১৯৯২ সালের বর্তমানে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা ওই স্থানের ওপর থাকা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল।
বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ। শনিবার তিনি বলেছেন, ‘অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। মন্দিরের জন্য যারা চেষ্টা করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। এটি এখন প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমি সমগ্র জাতির উদ্দেশে বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের নয়; তিনি বিশ্বের সবার। তিনি বিশ্বের সব মানুষের প্রভু। এটি বইয়ে লেখা আছে।’
ভগবান রাম ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য এবং একে অপরকে সাহায্য করার বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (রাম) সর্বদাই বলেছেন ধর্ম, জাতি নির্বিশেষে পতিতদের উন্নতি করতে। এই মন্দির উদ্বোধনের বিষয়ে, আমি দেশের জনগণকে বলতে চাই আমাদের দেশে যে ভ্রাতৃত্ববোধ কমে যাচ্ছে তা পুনরুজ্জীবিত করুন।’
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্মিত বিশাল মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হবে। রামলালা হলো রামের শৈশবের রূপ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শতাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সব সম্প্রদায়ের চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রামলালা মূর্তি স্থাপন অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে ১৬ জানুয়ারি।
অনুষ্ঠানে মহাযজ্ঞেরও আয়োজন করা হবে—যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হবে। এসব ভক্তের থাকার জন্য বেশ কয়েকটি তাঁবুর শহর তৈরি করা হচ্ছে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এসব তাঁবুতে অবস্থান নিতে পারবেন।
উল্লেখ্য, অযোধ্যার যে স্থানটিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থান নিয়ে ভারতে হিন্দু-মুসলমানের বিবাদ বহু পুরোনো। ১৯৯২ সালের বর্তমানে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা ওই স্থানের ওপর থাকা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল।
বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৯ ঘণ্টা আগে