ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলা। আজ সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ৪০ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় বছরজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন, যা ধর্মীয় ইতিহাসে এক বিশাল আয়োজন হিসেবে চিহ্নিত হবে।
মেলার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি তাঁবুর ভেতরে এক সাধুর সাক্ষাৎকার নিচ্ছেন এক ইউটিউবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায়। ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হয়ে সাধু তাঁকে চিমটা দিয়ে আঘাত করেন এবং তাঁবু থেকে বের করে দেন।
ভিডিওতে সাধুকে বলতে শোনা যায়—‘তোমরা দেখেছ তো, ও কী ভুল কথা বলল?’
এই ঘটনাটি ‘জনতা দরবার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যা এখন পর্যন্ত প্রায় ২ কোটি বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য জমা পড়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখেছেন, আবার কেউ ঘটনাটির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই হয় যখন সাধুকে বাজে প্রশ্ন করে বিরক্ত করা হয়!’
আরেকজন লিখেছেন, ‘সবার নিজের জায়গার সম্মান করতে হবে। সবকিছু কনটেন্টে হতে পারে না!’
আরেকজন মজা করে বলেছেন, ‘সাধু ১, ইউটিউবার ০। তাৎক্ষণিক কর্মফল!’
কেউ আবার ইউটিউবারের সমালোচনা করে লিখেছেন, ‘ইউটিউবার একেবারে সীমা অতিক্রম করেছে। সবাই সবকিছু সহ্য করবে এমনটা আশা করা ঠিক নয়।’
অন্য একজনের মন্তব্য—‘হিংসাই কোনো সমাধান নয়। সাধুকেও আরও শান্তভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।’ এই ঘটনায় সেই ইউটিউবার হয়তো তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কনটেন্ট পেয়ে গেছেন বলেও মনে করেন কেউ কেউ।
অনেকে সাধুর পক্ষ নিয়ে বলেছেন, ‘এটা ক্লাউট চেজারদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটানোর আগে দু’বার ভাবা প্রয়োজন।’
ঘটনাটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ইউটিউব কনটেন্ট নির্মাণের সীমা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আধ্যাত্মিক স্থানে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব ও সম্মান বজায় রাখা যে জরুরি, সেটি এই ঘটনাটি আরও একবার সামনে নিয়ে এসেছে।
ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলা। আজ সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ৪০ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় বছরজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন, যা ধর্মীয় ইতিহাসে এক বিশাল আয়োজন হিসেবে চিহ্নিত হবে।
মেলার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি তাঁবুর ভেতরে এক সাধুর সাক্ষাৎকার নিচ্ছেন এক ইউটিউবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায়। ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হয়ে সাধু তাঁকে চিমটা দিয়ে আঘাত করেন এবং তাঁবু থেকে বের করে দেন।
ভিডিওতে সাধুকে বলতে শোনা যায়—‘তোমরা দেখেছ তো, ও কী ভুল কথা বলল?’
এই ঘটনাটি ‘জনতা দরবার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যা এখন পর্যন্ত প্রায় ২ কোটি বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য জমা পড়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখেছেন, আবার কেউ ঘটনাটির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই হয় যখন সাধুকে বাজে প্রশ্ন করে বিরক্ত করা হয়!’
আরেকজন লিখেছেন, ‘সবার নিজের জায়গার সম্মান করতে হবে। সবকিছু কনটেন্টে হতে পারে না!’
আরেকজন মজা করে বলেছেন, ‘সাধু ১, ইউটিউবার ০। তাৎক্ষণিক কর্মফল!’
কেউ আবার ইউটিউবারের সমালোচনা করে লিখেছেন, ‘ইউটিউবার একেবারে সীমা অতিক্রম করেছে। সবাই সবকিছু সহ্য করবে এমনটা আশা করা ঠিক নয়।’
অন্য একজনের মন্তব্য—‘হিংসাই কোনো সমাধান নয়। সাধুকেও আরও শান্তভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।’ এই ঘটনায় সেই ইউটিউবার হয়তো তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কনটেন্ট পেয়ে গেছেন বলেও মনে করেন কেউ কেউ।
অনেকে সাধুর পক্ষ নিয়ে বলেছেন, ‘এটা ক্লাউট চেজারদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটানোর আগে দু’বার ভাবা প্রয়োজন।’
ঘটনাটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ইউটিউব কনটেন্ট নির্মাণের সীমা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আধ্যাত্মিক স্থানে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব ও সম্মান বজায় রাখা যে জরুরি, সেটি এই ঘটনাটি আরও একবার সামনে নিয়ে এসেছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৬ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে