ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আজ সোমবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তিনি অংশ নেবেন না।
যদিও তিনি বলেছেন, নির্বাচনের জন্য তাঁর দল এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরএলডির সঙ্গে আমাদের জোট চূড়ান্ত। শিগগিরই আসন ভাগাভাগিও চূড়ান্ত করা হবে।
অখিলেশ যাদবের চাচা শিবপাল যাদবের কাছে তাঁর দল প্রগতিশীল সমাজবাদী পার্টি লহিয়া (পিএসপিএল) নির্বাচনের বিষয়ে কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। তিনি এবং তাঁর কর্মী সমর্থকদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দেব।
অখিলেশ যাদব উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান। নির্বাচনে নিজে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি। এর আগেও কখনো তিনি উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। যদিও বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং আজমগড়ের সপা সাংসদ সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রীর মুখ, সে ব্যাপারে ভেতরে বাইরে কোনো দ্বিমত নেই। অন্তত প্রকাশ্যে এমন কোনো তথ্য আসেনি এখনো।
২০২২ সালের শুরুতে বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য সব রাজনৈতিক দল।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উত্তর প্রদেশে মে মাসে ব্লক পঞ্চায়েতে বিপুল ভাবে পরাজিত হয় বিজেপি। দারুণ ফলাফল করে অখিলেশের দল। কিন্তু বিজয়ের উৎসাহে যোগী সরকারের কোভিড মোকাবিলার ব্যর্থতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার কোনো উদ্যোগ অখিলেশের মধ্যে দেখা যায়নি এখন পর্যন্ত।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আজ সোমবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তিনি অংশ নেবেন না।
যদিও তিনি বলেছেন, নির্বাচনের জন্য তাঁর দল এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরএলডির সঙ্গে আমাদের জোট চূড়ান্ত। শিগগিরই আসন ভাগাভাগিও চূড়ান্ত করা হবে।
অখিলেশ যাদবের চাচা শিবপাল যাদবের কাছে তাঁর দল প্রগতিশীল সমাজবাদী পার্টি লহিয়া (পিএসপিএল) নির্বাচনের বিষয়ে কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। তিনি এবং তাঁর কর্মী সমর্থকদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দেব।
অখিলেশ যাদব উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান। নির্বাচনে নিজে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি। এর আগেও কখনো তিনি উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। যদিও বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং আজমগড়ের সপা সাংসদ সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রীর মুখ, সে ব্যাপারে ভেতরে বাইরে কোনো দ্বিমত নেই। অন্তত প্রকাশ্যে এমন কোনো তথ্য আসেনি এখনো।
২০২২ সালের শুরুতে বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য সব রাজনৈতিক দল।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উত্তর প্রদেশে মে মাসে ব্লক পঞ্চায়েতে বিপুল ভাবে পরাজিত হয় বিজেপি। দারুণ ফলাফল করে অখিলেশের দল। কিন্তু বিজয়ের উৎসাহে যোগী সরকারের কোভিড মোকাবিলার ব্যর্থতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার কোনো উদ্যোগ অখিলেশের মধ্যে দেখা যায়নি এখন পর্যন্ত।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৯ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৯ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
১১ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
১২ ঘণ্টা আগে