Ajker Patrika

ভারত থেকে ৩৭ জনকে দেশে পাঠানো হয়েছে

কলকাতা প্রতিনিধি
ভারত থেকে ৩৭ জনকে দেশে পাঠানো হয়েছে

ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশিকে সোমবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস তাঁদের ফেরাতে মুখ্য ভূমিকা পালন করে।

দূতাবাস সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্ক ফোর্সের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমেই এদিন ৩৭ জনের দেশে ফেরা সম্ভব হয়।

এই ৩৭ জনের মধ্যে ৩৩ জনেরই বয়স ১৮ বছরের কম। চারজন পূর্ণ বয়স্ক নারীও রয়েছেন। তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে ছিলেন বলে জানা গেছে।  

কলকাতা উপ-দূতাবাস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে অন্তত দেড় শ বাংলাদেশি বন্দী রয়েছেন। উপ-দূতাবাস তাঁদের মুক্তির বিষয়টি দেখছেন। সেফ হোম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তাঁরা। 

আটক বাকি বাংলাদেশিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া।

জানা গিয়েছে, পাচার হয়ে বা ভুল করে ভারতে এসে তাঁরা বন্দী হয়ে পড়েছিলেন। ভারতে বিচারিক প্রক্রিয়ার শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।

আজ তারা ফেরার সময় বাংলাদেশে উপ-হাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি, মোহা. সানিউল কাদের প্রমুখ স্থলবন্দরে উপস্থিত ছিলেন।

সীমান্তের দুই পারের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ৩৭ জনকে পাঠানো হয়। তাদের বাংলাদেশ প্রবেশের আগে শারীরিক পরীক্ষাও করানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত