Ajker Patrika

উত্তর প্রদেশের ধর্মীয় স্থাপনাগুলো থেকে ৫৪ হাজার মাইক অপসারণ

উত্তর প্রদেশের ধর্মীয় স্থাপনাগুলো থেকে ৫৪ হাজার মাইক অপসারণ

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ৫৪ হাজার মাইক অপসারণ করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের নির্দেশ অনুসরণ করে রোববার সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক অপসারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, ‘আজ সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক সরানো হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল অন্তত ৬০ হাজার ২৯৫টি মাইক অপসারণ করা।’ 

এ বিষয়ে, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কুমার আবাস্তি বলেছেন, ‘এ বিষয়ে জেলাগুলোতে সরকারির আদেশ প্রতিপালন করা হয়েছে এমন একটি কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পুলিশকে ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের সঙ্গে সমন্বয় করে অননুমোদিত মাইকগুলোর অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এর আগে, উত্তর প্রদেশ রাজ্য সরকার গত ২৪ এপ্রিল রাজ্যের ধর্মীয় স্থাপনাগুলো থেকে অবৈধ মাইক অপসারণের আদেশ জারি করেছিল। তবে, সরকারি নির্দেশের আগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এপ্রিলের মাসের শুরুতে ধর্মীয় স্থানগুলোতে মাইকের আওয়াজ সীমিত করার নির্দেশনা জারি করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত