Ajker Patrika

৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা খেটে বানালেন ভারতীয় সংসদের কার্পেট

আপডেট : ২৮ মে ২০২৩, ১৬: ০১
৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা খেটে বানালেন ভারতীয় সংসদের কার্পেট

ভারতে সদ্য উদ্বোধন করা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে যে কার্পেট বিছানো হয়েছে, সেটি উত্তর প্রদেশের প্রায় ৯০০ কারিগর ১০ লাখ ঘণ্টা কাজ করে তৈরি করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেছেন। সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষের মেঝেতে বিছানো দৃষ্টিনন্দন কার্পেটটিতে জাতীয় পাখি ময়ূর ও জাতীয় ফুল পদ্মের মোটিফ ব্যবহার করা হয়েছে। 

কার্পেটটি তৈরি করেছে ভারতের শত বছরের পুরোনো প্রতিষ্ঠান ওবিটি কার্পেটস। প্রতিষ্ঠানটি বলেছে, তারা লোকসভা ও রাজ্যসভা কক্ষের জন্য ১৫০টি কার্পেট তৈরি করেছে। পরে সেগুলো জোড়া দেওয়া হয়েছে। কার্পেটটি ৩৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিছানো সম্ভব। 

ওবিটি কার্পেটসের চেয়ারম্যান রুদ্র চ্যাটার্জি বলেন, ‘আমাদের কারিগরেরা সংসদ ভবনের প্রতিটি হলের জন্য ১৭ হাজার ৫০০ বর্গফুট কার্পেট তৈরি করেছেন। এটি ডিজাইন করা খুবই দুঃসাধ্য ছিল। কারণ আলাদা আলাদা টুকরো করে কার্পেট তৈরি করে শেষে জোড়া দিতে হয়েছে। উচ্চ সৃজনশীলতা ও দক্ষতা ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়। 

কারুকার্যের জটিলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কার্পেটটির প্রতি বর্গ ইঞ্চিতে ১২০টি গিঁট দেওয়া হয়েছে। পুরো কার্পেটে এ রকম গিঁট রয়েছে ৬০ কোটি।’ উত্তর প্রদেশের ভাদোহি ও মির্জাপুর জেলার তাঁতিরা ১০ লাখ ঘণ্টা শ্রম দিয়ে কার্পেটটি তৈরি করেছেন বলেও জানান তিনি। 

রুদ্র চ্যাটার্জি আরও বলেন, ‘২০২০ সালে করোনা মহামারি শুরুর মাঝামাঝি সময়ে আমরা এই কার্পেট তৈরির প্রকল্পটি হাতে নিয়েছিলাম। বুনন প্রক্রিয়া শুরু করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। আর এটি শেষ হয়েছে ২০২২ সালের মে মাসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত