ভারতের দিল্লিতে এ যাবৎ কালের সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির কাছে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫৪ কেজি হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আড়াই হাজার কোটি রুপি। আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় এই চক্রটি আফগানিস্তান, ইউরোপসহ ভারতের বেশ কিছু জায়গা থেকে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
মাদক জব্দের এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আটক চারজন হলেন-আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর।
নিরাজ ঠাকুর বলেন, এই চক্রের সদস্যরা আফগানিস্তান, ভারত ও ইউরোপে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
পুলিশ জানিয়েছে, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। এসব দ্রব্য পাঞ্জাবে পাঠানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদকের এই চালানটি আফগানিস্তান থেকে এসেছে। ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের জওহরলাল নেহরু বন্দর ব্যবহার করে বস্তা ও কার্টনের ভেতর লুকিয়ে এসব মাদক মহারাষ্ট্রের মুম্বাইতে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াজাত করার জন্য মাদকের কাঁচামাল মধ্যপ্রদেশের কাছে শিবপুরের একটি কারখানায় পাঠানো হয়। সেখানে আফগান বিশেষজ্ঞদের সহায়তায় হেরোইন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া শেষে এই মাদক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বলেন, এই মাদকচক্রের মূল রয়েছেন নবপ্রিত সিং নামের এক ব্যক্তি। তিনি পর্তুগাল থেকে কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচারের সময় ২৮৩ কেজি হেরোইন জব্দ করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল ২০ হাজার কোটি রুপি।
ভারতের দিল্লিতে এ যাবৎ কালের সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির কাছে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫৪ কেজি হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আড়াই হাজার কোটি রুপি। আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় এই চক্রটি আফগানিস্তান, ইউরোপসহ ভারতের বেশ কিছু জায়গা থেকে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
মাদক জব্দের এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আটক চারজন হলেন-আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর।
নিরাজ ঠাকুর বলেন, এই চক্রের সদস্যরা আফগানিস্তান, ভারত ও ইউরোপে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
পুলিশ জানিয়েছে, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। এসব দ্রব্য পাঞ্জাবে পাঠানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদকের এই চালানটি আফগানিস্তান থেকে এসেছে। ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের জওহরলাল নেহরু বন্দর ব্যবহার করে বস্তা ও কার্টনের ভেতর লুকিয়ে এসব মাদক মহারাষ্ট্রের মুম্বাইতে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াজাত করার জন্য মাদকের কাঁচামাল মধ্যপ্রদেশের কাছে শিবপুরের একটি কারখানায় পাঠানো হয়। সেখানে আফগান বিশেষজ্ঞদের সহায়তায় হেরোইন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া শেষে এই মাদক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বলেন, এই মাদকচক্রের মূল রয়েছেন নবপ্রিত সিং নামের এক ব্যক্তি। তিনি পর্তুগাল থেকে কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচারের সময় ২৮৩ কেজি হেরোইন জব্দ করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল ২০ হাজার কোটি রুপি।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে