Ajker Patrika

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। নতুন এই সাবমেরিনটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। অরিহন্ত ক্লাসের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে ‘অরিঘাত’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিঘাত চালু করা হয়েছে। অরিহন্ত-ক্লাসের এই সাবমেরিন ভারতের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স বাড়াবে, এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং দেশের নিরাপত্তায় নির্ধারক ভূমিকা পালন করবে। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, এই মাইলফলকটি জাতির জন্য বিশাল একটি অর্জন এবং প্রতিরক্ষায় আত্মনির্ভরতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অটল সংকল্পের প্রমাণ। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন সাবমেরিনে দেশীয়ভাবে গৃহীত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে এই সাবমেরিনে এটির পূর্বসূরি আইএনএস অরিহন্তের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি আরও বেশি উন্নত হয়েছে উঠেছে। আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাতের উপস্থিতি সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিহত করতে এবং ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করার সক্ষমতা বাড়াবে। 

রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং প্রতিরক্ষা শিল্পকে এই সক্ষমতা অর্জনে কঠোর পরিশ্রম ও সমন্বয়ের জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আজ ভারত একটি উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আজকের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের জন্য দ্রুত উন্নতি লাভ করা অপরিহার্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত