পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বলতে গেলে একাই লড়ে দলকে জিতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিজেপি এবার ক্ষমতায় আসার দৃঢ় আত্মবিশ্বাস দেখালেও লড়াইয়ের অবস্থানেও আসতে পারেনি তারা।
আজ রোববার সকালে ভোট গণনা শুরু হয়। এ পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯২টির প্রাপ্ত ফলাফল অনুযায়ী তৃণমূল ২১৬টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। যেখানে সরকার গঠনে দরকার ১৪৮টি আসন। ফলে বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।
আজ সকালে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। এনডিটিভির দেয়া তথ্যমতে, বেসরকারি ফলাফল অনুযায়ী প্রাপ্ত ফলাফলে ২১৬টি আসনে বিজয়ী তৃণমূল। অন্যদিকে বিজেপি জিতেছে ৭৫টি আসনে।
তৃণমূলের এই অভাবনীয় জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সাবেক সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ‘মানুষের সমর্থনে রাজ্যে বিজেপির উত্থান’-এরও প্রশংসা করেছেন তিনি। বাংলা উন্নয়ন এবং কোভিড নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন মোদি।
‘বাংলায় মানুষের রায়কে সম্মান’ জানিয়ে টুইট করেছেন অমিত শাহ। রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার জন্য তিনিও রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 'আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই’, টুইটে বলেন নির্মলা।
বিজেপির বর্ষিয়ান নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা’।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বলতে গেলে একাই লড়ে দলকে জিতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিজেপি এবার ক্ষমতায় আসার দৃঢ় আত্মবিশ্বাস দেখালেও লড়াইয়ের অবস্থানেও আসতে পারেনি তারা।
আজ রোববার সকালে ভোট গণনা শুরু হয়। এ পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯২টির প্রাপ্ত ফলাফল অনুযায়ী তৃণমূল ২১৬টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। যেখানে সরকার গঠনে দরকার ১৪৮টি আসন। ফলে বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।
আজ সকালে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। এনডিটিভির দেয়া তথ্যমতে, বেসরকারি ফলাফল অনুযায়ী প্রাপ্ত ফলাফলে ২১৬টি আসনে বিজয়ী তৃণমূল। অন্যদিকে বিজেপি জিতেছে ৭৫টি আসনে।
তৃণমূলের এই অভাবনীয় জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সাবেক সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ‘মানুষের সমর্থনে রাজ্যে বিজেপির উত্থান’-এরও প্রশংসা করেছেন তিনি। বাংলা উন্নয়ন এবং কোভিড নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন মোদি।
‘বাংলায় মানুষের রায়কে সম্মান’ জানিয়ে টুইট করেছেন অমিত শাহ। রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার জন্য তিনিও রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 'আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই’, টুইটে বলেন নির্মলা।
বিজেপির বর্ষিয়ান নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা’।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩২ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে