কলকাতা প্রতিনিধি
দলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজস্থানের উদয়পুরে গতকাল শুক্রবার শুরু হয়েছে ভারতীয় কংগ্রেসের চিন্তন শিবির। তিন দিনব্যাপী এই চিন্তন শিবিরে দলে পরিবারতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানেই ঠিক হতে পারে ‘এক পরিবার এক পদ নীতি’। তবে গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না বলে জানা গেছে। ফলে কংগ্রেসে গান্ধী পরিবারের প্রভাব বিন্দুমাত্র কমছে না।
দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক পরিবার থেকে মাত্র একজনই এমএলএ বা এমপি হতে পারবেন। সেই সঙ্গে দলের প্রতিটি স্তরে ৫০ শতাংশের বেশি পদ অনূর্ধ্ব পঞ্চাশদের জন্য করা হচ্ছে। এ ছাড়া আরও বড় পরিবর্তন আসতে পারে সংগঠনে।
গতকাল ভোরে দিল্লি থেকে ট্রেনে চেপে চিন্তন শিবিরে যোগ দিতে গেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর পর থেকেই জল্পনা শুরু হয়, ফের রাহুলই হচ্ছেন কংগ্রেস সভাপতি। তবে এখনো তিনি নিজে কোনো ইঙ্গিত দেননি। এ নিয়ে দলের মুখপাত্র অজয় জানিয়েছেন, বড় খবর অপেক্ষা করছে। তদারকি সভানেত্রী সোনিয়া গান্ধীর হাত থেকে ক্ষমতার ব্যাটন তাঁর ছেলে রাহুলের হাতে উঠুক—এটা অনেকেই চাইছেন।
রাহুলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মানিক ঠাকুর জানিয়েছেন, দেশের ৬০ শতাংশ মানুষেরই বয়স ৪০-এর কম। তাই নতুনদের বেশি করে সুবিধা দিতে চাইছে কংগ্রেস। ২০২৪ সালের সাধারণ নির্বাচন মাথায় রেখে চিন্তন শিবিরে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারীকরণ প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েও আলোচনা হবে।
দলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজস্থানের উদয়পুরে গতকাল শুক্রবার শুরু হয়েছে ভারতীয় কংগ্রেসের চিন্তন শিবির। তিন দিনব্যাপী এই চিন্তন শিবিরে দলে পরিবারতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানেই ঠিক হতে পারে ‘এক পরিবার এক পদ নীতি’। তবে গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না বলে জানা গেছে। ফলে কংগ্রেসে গান্ধী পরিবারের প্রভাব বিন্দুমাত্র কমছে না।
দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক পরিবার থেকে মাত্র একজনই এমএলএ বা এমপি হতে পারবেন। সেই সঙ্গে দলের প্রতিটি স্তরে ৫০ শতাংশের বেশি পদ অনূর্ধ্ব পঞ্চাশদের জন্য করা হচ্ছে। এ ছাড়া আরও বড় পরিবর্তন আসতে পারে সংগঠনে।
গতকাল ভোরে দিল্লি থেকে ট্রেনে চেপে চিন্তন শিবিরে যোগ দিতে গেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর পর থেকেই জল্পনা শুরু হয়, ফের রাহুলই হচ্ছেন কংগ্রেস সভাপতি। তবে এখনো তিনি নিজে কোনো ইঙ্গিত দেননি। এ নিয়ে দলের মুখপাত্র অজয় জানিয়েছেন, বড় খবর অপেক্ষা করছে। তদারকি সভানেত্রী সোনিয়া গান্ধীর হাত থেকে ক্ষমতার ব্যাটন তাঁর ছেলে রাহুলের হাতে উঠুক—এটা অনেকেই চাইছেন।
রাহুলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মানিক ঠাকুর জানিয়েছেন, দেশের ৬০ শতাংশ মানুষেরই বয়স ৪০-এর কম। তাই নতুনদের বেশি করে সুবিধা দিতে চাইছে কংগ্রেস। ২০২৪ সালের সাধারণ নির্বাচন মাথায় রেখে চিন্তন শিবিরে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারীকরণ প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েও আলোচনা হবে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
১ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
২ ঘণ্টা আগে