Ajker Patrika

গান্ধী পরিবারই থাকছে কংগ্রেসের চালিকাশক্তি

কলকাতা প্রতিনিধি
গান্ধী পরিবারই থাকছে কংগ্রেসের চালিকাশক্তি

দলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজস্থানের উদয়পুরে গতকাল শুক্রবার শুরু হয়েছে ভারতীয় কংগ্রেসের চিন্তন শিবির। তিন দিনব্যাপী এই চিন্তন শিবিরে দলে পরিবারতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানেই ঠিক হতে পারে ‘এক পরিবার এক পদ নীতি’। তবে গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না বলে জানা গেছে। ফলে কংগ্রেসে গান্ধী পরিবারের প্রভাব বিন্দুমাত্র কমছে না।

দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক পরিবার থেকে মাত্র একজনই এমএলএ বা এমপি হতে পারবেন। সেই সঙ্গে দলের প্রতিটি স্তরে ৫০ শতাংশের বেশি পদ অনূর্ধ্ব পঞ্চাশদের জন্য করা হচ্ছে। এ ছাড়া আরও বড় পরিবর্তন আসতে পারে সংগঠনে।

গতকাল ভোরে দিল্লি থেকে ট্রেনে চেপে চিন্তন শিবিরে যোগ দিতে গেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এর পর থেকেই জল্পনা শুরু হয়, ফের রাহুলই হচ্ছেন কংগ্রেস সভাপতি। তবে এখনো তিনি নিজে কোনো ইঙ্গিত দেননি। এ নিয়ে দলের মুখপাত্র অজয় জানিয়েছেন, বড় খবর অপেক্ষা করছে। তদারকি সভানেত্রী সোনিয়া গান্ধীর হাত থেকে ক্ষমতার ব্যাটন তাঁর ছেলে রাহুলের হাতে উঠুক—এটা অনেকেই চাইছেন।

রাহুলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মানিক ঠাকুর জানিয়েছেন, দেশের ৬০ শতাংশ মানুষেরই বয়স ৪০-এর কম। তাই নতুনদের বেশি করে সুবিধা দিতে চাইছে কংগ্রেস। ২০২৪ সালের সাধারণ নির্বাচন মাথায় রেখে চিন্তন শিবিরে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারীকরণ প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েও আলোচনা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত