অনলাইন ডেস্ক
ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরের দেয়াল ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
অন্ধ্র প্রদেশের বিশাখাপত্নমের সিমহাচলম মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নতুন তৈরি হওয়া দেয়াল ধসে ওই আটজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে চন্দনোৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কাছের টিকিটের লাইনের পাশে প্রায় ২০ ফুট লম্বা দেয়ালটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেয়ালটি মাত্র ২০ দিন আগে তৈরি হয়েছিল।
দুর্ঘটনার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনা হয়। আহতদের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী কারণে দেয়ালটি ধসে পড়ল, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়াকে দায়ী করা হচ্ছে। রাজ্যের এনডাউমেন্ট বিভাগের মুখ্য সচিব বিনয় চানের মতে, গভীর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রবল বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। তিনি জানান, ভারী বৃষ্টি ও আকস্মিক ব্যাপক পানি প্রবাহের কারণেই সম্ভবত এ ঘটনা ঘটেছে। দেয়ালের চারপাশে থাকা মাটি নরম হয়ে গিয়েছিল।
এরই মধ্যে সব ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অনিতা ভঙ্গালাপুড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ তদারক করেন।
উল্লেখ্য, প্রতিবছর ৩০ এপ্রিল চন্দনোৎসব পালিত হয়। এই দিনে ভক্তরা বছরের একমাত্র সময় ভগবান নরসিংহের নিজ রূপ দর্শন করতে পারেন, যিনি সারা বছর চন্দনেরে পেস্টে আবৃত থাকেন।
ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরের দেয়াল ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
অন্ধ্র প্রদেশের বিশাখাপত্নমের সিমহাচলম মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নতুন তৈরি হওয়া দেয়াল ধসে ওই আটজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে চন্দনোৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কাছের টিকিটের লাইনের পাশে প্রায় ২০ ফুট লম্বা দেয়ালটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেয়ালটি মাত্র ২০ দিন আগে তৈরি হয়েছিল।
দুর্ঘটনার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনা হয়। আহতদের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী কারণে দেয়ালটি ধসে পড়ল, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়াকে দায়ী করা হচ্ছে। রাজ্যের এনডাউমেন্ট বিভাগের মুখ্য সচিব বিনয় চানের মতে, গভীর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রবল বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। তিনি জানান, ভারী বৃষ্টি ও আকস্মিক ব্যাপক পানি প্রবাহের কারণেই সম্ভবত এ ঘটনা ঘটেছে। দেয়ালের চারপাশে থাকা মাটি নরম হয়ে গিয়েছিল।
এরই মধ্যে সব ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অনিতা ভঙ্গালাপুড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ তদারক করেন।
উল্লেখ্য, প্রতিবছর ৩০ এপ্রিল চন্দনোৎসব পালিত হয়। এই দিনে ভক্তরা বছরের একমাত্র সময় ভগবান নরসিংহের নিজ রূপ দর্শন করতে পারেন, যিনি সারা বছর চন্দনেরে পেস্টে আবৃত থাকেন।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৩ ঘণ্টা আগে