Ajker Patrika

পশ্চিমবঙ্গে শতাধিক পৌরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি 

কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গে শতাধিক পৌরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার পৌর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে ভোট গণনা কবে হবে সেটা এখনো ঘোষণা করা হয়নি। হাওড়া করপোরেশন এবং বালি পৌরসভার ভোটের দিনক্ষণও জানা যায়নি। আগামী ৮ মার্চের মধ্যে পৌর ভোট সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ করতে হবে।

করোনা পরবর্তীতে গোটা রাজ্যেই পুরোদমে ভোটের দামামা বেজে উঠলেও প্রচারে বিধিনিষেধ থাকছে। আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন দাখিল। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ইভিএমে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্য পুলিশের অধীনেই হবে ভোট। আপাতত মিটিং-মিছিল করার অনুমতি নেই। 

করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণ পেছানোর দাবি করেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। তাঁরা এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তৃণমূল বলছে, হারের ভয়েই বিজেপি ভোট পেছাতে চাইছে। 

উল্লেখ্য, বিভিন্ন জরিপে পৌর ভোটে তৃণমূলকেই এগিয়ে রাখা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত