ভারতের চেন্নাইয়ে অবস্থিত পারিবারিক বাড়িটি বিক্রি করে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এ বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে পিচাইয়ের। স্মৃতি বিজড়িত বাড়িটি হস্তান্তরের সময় তাঁর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
হিন্দু বিজনেস লাইনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমার অভিনেতা এবং প্রযোজক সি মনিকানন্দন পিচাইয়ের ওই পৈতৃক বাড়ি কিনে নিয়েছেন। চেন্নাইয়ের অশোক নগরে অবস্থিত এই বাড়িটি এখন মনিকানন্দনের প্রধান সম্পত্তি হিসেবেই গণ্য হবে।
জানা গেছে, কিছুদিন ধরেই কেনার জন্য একটি বাড়ি খুঁজছিলেন মনিকানন্দন। এর মধ্যেই খবর পান যে বাড়িটিতে গুগলের সিইও সুন্দর পিচাই বড় হয়েছেন সেই বাড়িটি বিক্রি হবে। সঙ্গে সঙ্গেই বাড়িটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন মনিকানন্দন।
বাড়ি কেনার বিষয়ে মনিকানন্দন বলেন, ‘সুন্দর পিচাই আমাদের দেশকে গর্বিত করেছে। আর তার বাড়িটি কিনতে পারা আমার জন্যও এক গর্বিত অর্জন।’
তিনি জানান, বাড়ি কিনতে গিয়ে পিচাইয়ের বাবা-মায়ের নম্র আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। পিচাইয়ের মা নিজ হাতে তাকে কফি বানিয়ে দিয়েছেন।
মনিকানন্দন বলেন, ‘বাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় তাঁর (পিচাই) বাবা আমার জন্য নিবন্ধন অফিসে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন এবং প্রয়োজনীয় সব খাজনা পরিশোধ করেন।’
মনিকানন্দন জানান, কাগজপত্র হস্তান্তরের সময় ভেঙে পড়েছিলেন পিচাইয়ের বাবা। অন্তত কয়েক তীব্র আবেগাপ্লুত ছিলেন তিনি।
চেন্নাইয়ে বড় হওয়া পিচাই আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমান তিনি।
প্রতিবেশী একজন জানান, ২০ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন পিচাই। গত ডিসেম্বরে বাড়িটিতে এসে নিরাপত্তারক্ষীদের টাকা-পয়সা সহ নানা উপহার সামগ্রী দেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়িটির বারান্দায় একটি ছবিও তোলেন।
ভারতের চেন্নাইয়ে অবস্থিত পারিবারিক বাড়িটি বিক্রি করে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এ বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে পিচাইয়ের। স্মৃতি বিজড়িত বাড়িটি হস্তান্তরের সময় তাঁর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
হিন্দু বিজনেস লাইনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমার অভিনেতা এবং প্রযোজক সি মনিকানন্দন পিচাইয়ের ওই পৈতৃক বাড়ি কিনে নিয়েছেন। চেন্নাইয়ের অশোক নগরে অবস্থিত এই বাড়িটি এখন মনিকানন্দনের প্রধান সম্পত্তি হিসেবেই গণ্য হবে।
জানা গেছে, কিছুদিন ধরেই কেনার জন্য একটি বাড়ি খুঁজছিলেন মনিকানন্দন। এর মধ্যেই খবর পান যে বাড়িটিতে গুগলের সিইও সুন্দর পিচাই বড় হয়েছেন সেই বাড়িটি বিক্রি হবে। সঙ্গে সঙ্গেই বাড়িটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন মনিকানন্দন।
বাড়ি কেনার বিষয়ে মনিকানন্দন বলেন, ‘সুন্দর পিচাই আমাদের দেশকে গর্বিত করেছে। আর তার বাড়িটি কিনতে পারা আমার জন্যও এক গর্বিত অর্জন।’
তিনি জানান, বাড়ি কিনতে গিয়ে পিচাইয়ের বাবা-মায়ের নম্র আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। পিচাইয়ের মা নিজ হাতে তাকে কফি বানিয়ে দিয়েছেন।
মনিকানন্দন বলেন, ‘বাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় তাঁর (পিচাই) বাবা আমার জন্য নিবন্ধন অফিসে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন এবং প্রয়োজনীয় সব খাজনা পরিশোধ করেন।’
মনিকানন্দন জানান, কাগজপত্র হস্তান্তরের সময় ভেঙে পড়েছিলেন পিচাইয়ের বাবা। অন্তত কয়েক তীব্র আবেগাপ্লুত ছিলেন তিনি।
চেন্নাইয়ে বড় হওয়া পিচাই আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমান তিনি।
প্রতিবেশী একজন জানান, ২০ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন পিচাই। গত ডিসেম্বরে বাড়িটিতে এসে নিরাপত্তারক্ষীদের টাকা-পয়সা সহ নানা উপহার সামগ্রী দেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়িটির বারান্দায় একটি ছবিও তোলেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে