Ajker Patrika

ভারতে বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ১২: ৪৯
ভারতে বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু

ঢাকা : ভারতে আবারও বেড়েছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজার ২২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া গত এক দিনে ভারতে করোনায় ২ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন সোমবার ভারতে ৬০ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল এবং মারা গিয়েছিলেন ২ হাজার ৭২৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৭৫৩ এবং মৃত্যু কমেছে ১৮৪।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে ১ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৭৬ জন।

এই মুহূর্তে ভারতের বেশির ভাগ রাজ্যেই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। ফলে কমেছে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে প্রায় দুই মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করেছিল। এখন সংক্রমণ কমতে থাকায় সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া চলছে। ভারতে সংক্রমণ ‘বিস্ফোরণের’ জন্য করোনার ডেল্টা ধরনকে অনেকাংশে দায়ী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত