বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কলকাতায় দেশটির পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য। আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারির পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণি এলাকার কেনাকাটার দৃশ্যপটে হাজির নেই।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল ও আশপাশের অন্যান্য বাজারের দোকান মালিকদের মতে, তাদের মোট ব্যবসার প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
এই বিষয়ে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, ‘রমজানে এই সংখ্যা আরও বেড়ে যায়, কারণ বাংলাদেশিরা রমজানের আগেই ঈদের কেনাকাটা শুরু করেন। রোজার প্রথম সপ্তাহেই কেনাকাটার চূড়ান্ত পর্যায় শুরু হয় এবং ঈদের কয়েক দিন আগে পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এ বছর বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেনইনি, যা আমাদের ব্যবসার জন্য বড় ধাক্কা।’
বাংলাদেশি পর্যটকদের ওপর এই অতিরিক্ত নির্ভরতার কারণ নিউমার্কেট এলাকায় পার্কিং সংকট ও দখলদারত্বের সমস্যা। যার ফলে অনেক কলকাতাবাসী এখানে কেনাকাটায় অনাগ্রহী। কিন্তু পর্যটকেরা আশপাশের হোটেলে থাকেন বলে তাদের এসব সমস্যার সম্মুখীন হতে হয় না।
গত বছরের জুন থেকে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসা পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। শ্রীরাম আর্কেডের পোশাক ব্যবসায়ী মাকসুদ আহমেদ, ‘যেসব পর্যটক এখন কলকাতায় আসছেন, তাদের বেশির ভাগই মূলত চিকিৎসার জন্য আসছেন।’
বাংলাদেশের এই অস্থিরতা কেবল পর্যটন খাতেই প্রভাব ফেলেনি, বরং যারা বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল, সেই খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন। সিমপার্ক মলেও একই অবস্থা। সেখানকার দোকান মালিক আফরোজ খান বলেন, ‘দুর্গাপূজা ও রমজান আমাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম। বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার মূল ক্রেতা। এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম, যার ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।’
ট্রেজার আইল্যান্ডের খুচরা বিক্রেতা ললিত আগরওয়াল বলেন, ‘২০২০ থেকে ২০২২ পর্যন্ত মহামারির কারণে বাংলাদেশ থেকে পর্যটকেরা আসেননি। গত দুই বছর ব্যবসা ভালোই হয়েছিল, কারণ পর্যটকের সংখ্যা বেড়েছিল। কিন্তু এবার আবার সেই মন্দা পরিস্থিতি ফিরে এসেছে।’
এসএস হগ মার্কেট ও বার্ট্রাম স্ট্রিটের ব্যবসায়ীরাও একই সংকটে পড়েছেন। এসএস হগ মার্কেটের পোশাক ব্যবসায়ী সরফরাজ আহমেদ বলেন, ‘নিউমার্কেটের অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রভাবের জন্য এটি ভালো সংকেত নয়। স্থানীয় ব্যবসাগুলো, যেগুলো ইতিমধ্যেই বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক-রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত, ক্রেতার সংখ্যা হ্রাসের কারণে আরও সংকটে পড়েছে।’
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কলকাতায় দেশটির পর্যটক উপস্থিতি একেবারেই নগণ্য। আর এবারের রমজানে বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারির পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণি এলাকার কেনাকাটার দৃশ্যপটে হাজির নেই।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল ও আশপাশের অন্যান্য বাজারের দোকান মালিকদের মতে, তাদের মোট ব্যবসার প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
এই বিষয়ে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, ‘রমজানে এই সংখ্যা আরও বেড়ে যায়, কারণ বাংলাদেশিরা রমজানের আগেই ঈদের কেনাকাটা শুরু করেন। রোজার প্রথম সপ্তাহেই কেনাকাটার চূড়ান্ত পর্যায় শুরু হয় এবং ঈদের কয়েক দিন আগে পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এ বছর বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেনইনি, যা আমাদের ব্যবসার জন্য বড় ধাক্কা।’
বাংলাদেশি পর্যটকদের ওপর এই অতিরিক্ত নির্ভরতার কারণ নিউমার্কেট এলাকায় পার্কিং সংকট ও দখলদারত্বের সমস্যা। যার ফলে অনেক কলকাতাবাসী এখানে কেনাকাটায় অনাগ্রহী। কিন্তু পর্যটকেরা আশপাশের হোটেলে থাকেন বলে তাদের এসব সমস্যার সম্মুখীন হতে হয় না।
গত বছরের জুন থেকে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসা পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। শ্রীরাম আর্কেডের পোশাক ব্যবসায়ী মাকসুদ আহমেদ, ‘যেসব পর্যটক এখন কলকাতায় আসছেন, তাদের বেশির ভাগই মূলত চিকিৎসার জন্য আসছেন।’
বাংলাদেশের এই অস্থিরতা কেবল পর্যটন খাতেই প্রভাব ফেলেনি, বরং যারা বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল, সেই খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন। সিমপার্ক মলেও একই অবস্থা। সেখানকার দোকান মালিক আফরোজ খান বলেন, ‘দুর্গাপূজা ও রমজান আমাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম। বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার মূল ক্রেতা। এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম, যার ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।’
ট্রেজার আইল্যান্ডের খুচরা বিক্রেতা ললিত আগরওয়াল বলেন, ‘২০২০ থেকে ২০২২ পর্যন্ত মহামারির কারণে বাংলাদেশ থেকে পর্যটকেরা আসেননি। গত দুই বছর ব্যবসা ভালোই হয়েছিল, কারণ পর্যটকের সংখ্যা বেড়েছিল। কিন্তু এবার আবার সেই মন্দা পরিস্থিতি ফিরে এসেছে।’
এসএস হগ মার্কেট ও বার্ট্রাম স্ট্রিটের ব্যবসায়ীরাও একই সংকটে পড়েছেন। এসএস হগ মার্কেটের পোশাক ব্যবসায়ী সরফরাজ আহমেদ বলেন, ‘নিউমার্কেটের অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রভাবের জন্য এটি ভালো সংকেত নয়। স্থানীয় ব্যবসাগুলো, যেগুলো ইতিমধ্যেই বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক-রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত, ক্রেতার সংখ্যা হ্রাসের কারণে আরও সংকটে পড়েছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৪ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে