‘বাংলাদেশি’ গঞ্জনা সইতে না পেরে আসামের মরিগাঁও জেলায় মানিক দাস (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) মানিক দাসের নাম থাকলেও ফরেনার্স ট্রাইব্যুনালে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য লড়ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও এটি এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের মরিগাঁও জেলার বরখাল গ্রামের বাসিন্দা ছিলেন মানিক দাস। তাঁর পরিবারের দাবি, ‘হতাশা ও মানসিক নির্যাতন’ থেকে তিনি আত্মহত্যা করেছেন।
মানিক দাসের ছেলে কার্তিক দাস বলেন, ‘ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকা সত্ত্বেও তাঁকে বাংলাদেশি বলে নোটিশ পাঠানো হয়েছিল। আমাদের সবার নামই এনআরসিতে ছিল। পুলিশ কেন তাঁকে নোটিশ পাঠিয়ে মামলা করেছে তা আমরা জানি না। এনআরসিতে আমার বাবার নাম ছিল। পুরো প্রক্রিয়ার কারণে তিনি হতাশ ছিলেন । এতে তিনি মানসিক নির্যাতনের সম্মুখীন হন। যাদের নাম আসাম এনআরসিতে স্থান করে নিয়েছে, তাদের যদি বিদেশি বা বাংলাদেশি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এনআরসি করে কী লাভ?’
মানিক দাসের এনআরসির ডকুমেন্ট সংগ্রহ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা যায়, মানিক দাস ও তাঁর পুরো পরিবারের নাম ওই তালিকায় রয়েছে। ২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও নভেম্বরের ২০ তারিখ ফরেনার্স ট্রাইব্যুনাল মানিক দাসকে নোটিশ পাঠায়।
আসাম বর্ডার পুলিশ ২০০৪ সালে মানিক দাসকে বিদেশি আখ্যা দিয়ে মামলা করে। আর এ ঘটনার প্রায় ১৫ বছর পর তাঁকে এসংক্রান্ত নোটিশ দেওয়া হয়। এই নোটিশের একটি অনুলিপিও এনডিটিভির কাছে রয়েছে।
মরিগাঁও পুলিশের সুপারিনটেনডেন্ট অপর্ণা নটরাজন এনডিটিভিকে বলেন, ‘মানিক দাসের পরিবার গত ২০ জানুয়ারি জাগি রোড থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। পরদিন তাঁর লাশ পাওয়া যায়। পরে সেটির ময়নাতদন্ত করা হয়েছে। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছি এবং কোনো সুইসাইড নোট পাইনি। আমরা মামলাটি তদন্ত করছি।’
মানিক দাসের আইনজীবী দীপক বিশ্বাস বলেন, ‘মানিক দাসের নামে প্যান কার্ড, আধার কার্ড ও জমির দলিলও ছিল। আমরা ট্রাইব্যুনালে আমাদের জবাব দিয়েছিলাম । আমার বিশ্বাস আমরা প্রমাণ করতে সক্ষম হতাম যে তিনি একজন সত্যিকারের ভারতীয়।’
‘বাংলাদেশি’ গঞ্জনা সইতে না পেরে আসামের মরিগাঁও জেলায় মানিক দাস (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) মানিক দাসের নাম থাকলেও ফরেনার্স ট্রাইব্যুনালে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য লড়ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও এটি এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের মরিগাঁও জেলার বরখাল গ্রামের বাসিন্দা ছিলেন মানিক দাস। তাঁর পরিবারের দাবি, ‘হতাশা ও মানসিক নির্যাতন’ থেকে তিনি আত্মহত্যা করেছেন।
মানিক দাসের ছেলে কার্তিক দাস বলেন, ‘ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকা সত্ত্বেও তাঁকে বাংলাদেশি বলে নোটিশ পাঠানো হয়েছিল। আমাদের সবার নামই এনআরসিতে ছিল। পুলিশ কেন তাঁকে নোটিশ পাঠিয়ে মামলা করেছে তা আমরা জানি না। এনআরসিতে আমার বাবার নাম ছিল। পুরো প্রক্রিয়ার কারণে তিনি হতাশ ছিলেন । এতে তিনি মানসিক নির্যাতনের সম্মুখীন হন। যাদের নাম আসাম এনআরসিতে স্থান করে নিয়েছে, তাদের যদি বিদেশি বা বাংলাদেশি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এনআরসি করে কী লাভ?’
মানিক দাসের এনআরসির ডকুমেন্ট সংগ্রহ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা যায়, মানিক দাস ও তাঁর পুরো পরিবারের নাম ওই তালিকায় রয়েছে। ২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও নভেম্বরের ২০ তারিখ ফরেনার্স ট্রাইব্যুনাল মানিক দাসকে নোটিশ পাঠায়।
আসাম বর্ডার পুলিশ ২০০৪ সালে মানিক দাসকে বিদেশি আখ্যা দিয়ে মামলা করে। আর এ ঘটনার প্রায় ১৫ বছর পর তাঁকে এসংক্রান্ত নোটিশ দেওয়া হয়। এই নোটিশের একটি অনুলিপিও এনডিটিভির কাছে রয়েছে।
মরিগাঁও পুলিশের সুপারিনটেনডেন্ট অপর্ণা নটরাজন এনডিটিভিকে বলেন, ‘মানিক দাসের পরিবার গত ২০ জানুয়ারি জাগি রোড থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। পরদিন তাঁর লাশ পাওয়া যায়। পরে সেটির ময়নাতদন্ত করা হয়েছে। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছি এবং কোনো সুইসাইড নোট পাইনি। আমরা মামলাটি তদন্ত করছি।’
মানিক দাসের আইনজীবী দীপক বিশ্বাস বলেন, ‘মানিক দাসের নামে প্যান কার্ড, আধার কার্ড ও জমির দলিলও ছিল। আমরা ট্রাইব্যুনালে আমাদের জবাব দিয়েছিলাম । আমার বিশ্বাস আমরা প্রমাণ করতে সক্ষম হতাম যে তিনি একজন সত্যিকারের ভারতীয়।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৩ ঘণ্টা আগেবাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৯ ঘণ্টা আগে