ইউক্রেনকে উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে ব্রিটেনসহ মিত্রদের সঙ্গে একটি সামরিক জোটে যোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এ জোটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের আক্রমণ ক্ষমতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রী।
সামরিক জোটে যোগ দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও কিয়েভকে ডাচদের সরবরাহ করা এফ–১৬ যুদ্ধবিমান, আর্টিলারি, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা দিয়েছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের এই পদক্ষেপের কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত ২০০ কোটি ইউরোর অতিরিক্ত ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাসজা ওলোনগ্রেন। আজ বুধবার থেকে ব্রাসেলসে শুরু হতে যাওয়া ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের দু’দিনের বৈঠকের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওলোনগ্রেন বলেন, ‘আমরা জানি, এই যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই অন্যান্য দেশের সঙ্গে আমরা ইউক্রেন লাটভিয়ার একত্রে শুরু করা ড্রোন জোটে যোগ দিচ্ছি। উৎপাদন বাড়ানো, সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা এবং ইউক্রেনের যা প্রয়োজন ঠিক তাই সরবরাহ করা নিশ্চিত করতেই এ জোট।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে ব্রিটেনের অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করে।
পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকালীন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর একটি কারণ হলো, ড্রোনের ব্যয় তুলনামূলকভাবে কম।
উভয় পক্ষই এখন হাজার হাজার ছোট, সস্তা ড্রোন ব্যবহার করছে যা মূলত যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং আক্রমণ পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশগুলো বৃহত্তর, দীর্ঘ–দূরত্বের চালকহীন ড্রোনের বহর বৃদ্ধি করছে। এ ড্রোনগুলো আরও অনেক বেশি উড়তে পারে এবং ভারী ক্যামেরা বা আরও বিস্ফোরক বহন করতে সক্ষম।
ব্রিটেন ও নেদারল্যান্ডস আগে থেকেই ইউক্রেনকে ড্রোন বহর তৈরিতে সহায়তা করে আসছে।
হেগ কার্যালয়ে বসে ওলোনগ্রেন বলেন, ‘নতুন বিষয় হলো এখন আমরা এই জোট গঠন করছি। বলা যায়, আমরা যে কাজগুলো আগে আলাদাভাবে করেছি তা এখন জোটে সংযুক্ত করছি। এতে ইউক্রেনের নতুন দাবির প্রতি সাড়া দেওয়া যাবে। কারণ যুদ্ধ বেড়েই চলছে।’
২০২৪ সালে ইউক্রেন রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করতে চায় এবং এরই মধ্যে ১০টি সংস্থা ড্রোন তৈরিতে কাজ করছে। গত সোমবার ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মিখাইলো ফেদোরভ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ওলোনগ্রেন বলেন, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে জোটটি কিয়েভের পরিবর্তিত যুদ্ধকালীন কৌশলের চাহিদা মেটাতে পারবে। আমি মনে করি এটিই জোটের শক্তি হতে চলেছে, যা হলো খুব স্বল্প মেয়াদে তাদের যা প্রয়োজন তা সরবরাহ করতে পারা।’
ইউক্রেনকে উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে ব্রিটেনসহ মিত্রদের সঙ্গে একটি সামরিক জোটে যোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এ জোটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের আক্রমণ ক্ষমতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রী।
সামরিক জোটে যোগ দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও কিয়েভকে ডাচদের সরবরাহ করা এফ–১৬ যুদ্ধবিমান, আর্টিলারি, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা দিয়েছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের এই পদক্ষেপের কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত ২০০ কোটি ইউরোর অতিরিক্ত ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাসজা ওলোনগ্রেন। আজ বুধবার থেকে ব্রাসেলসে শুরু হতে যাওয়া ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের দু’দিনের বৈঠকের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওলোনগ্রেন বলেন, ‘আমরা জানি, এই যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই অন্যান্য দেশের সঙ্গে আমরা ইউক্রেন লাটভিয়ার একত্রে শুরু করা ড্রোন জোটে যোগ দিচ্ছি। উৎপাদন বাড়ানো, সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা এবং ইউক্রেনের যা প্রয়োজন ঠিক তাই সরবরাহ করা নিশ্চিত করতেই এ জোট।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে ব্রিটেনের অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করে।
পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকালীন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর একটি কারণ হলো, ড্রোনের ব্যয় তুলনামূলকভাবে কম।
উভয় পক্ষই এখন হাজার হাজার ছোট, সস্তা ড্রোন ব্যবহার করছে যা মূলত যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং আক্রমণ পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশগুলো বৃহত্তর, দীর্ঘ–দূরত্বের চালকহীন ড্রোনের বহর বৃদ্ধি করছে। এ ড্রোনগুলো আরও অনেক বেশি উড়তে পারে এবং ভারী ক্যামেরা বা আরও বিস্ফোরক বহন করতে সক্ষম।
ব্রিটেন ও নেদারল্যান্ডস আগে থেকেই ইউক্রেনকে ড্রোন বহর তৈরিতে সহায়তা করে আসছে।
হেগ কার্যালয়ে বসে ওলোনগ্রেন বলেন, ‘নতুন বিষয় হলো এখন আমরা এই জোট গঠন করছি। বলা যায়, আমরা যে কাজগুলো আগে আলাদাভাবে করেছি তা এখন জোটে সংযুক্ত করছি। এতে ইউক্রেনের নতুন দাবির প্রতি সাড়া দেওয়া যাবে। কারণ যুদ্ধ বেড়েই চলছে।’
২০২৪ সালে ইউক্রেন রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করতে চায় এবং এরই মধ্যে ১০টি সংস্থা ড্রোন তৈরিতে কাজ করছে। গত সোমবার ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মিখাইলো ফেদোরভ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ওলোনগ্রেন বলেন, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে জোটটি কিয়েভের পরিবর্তিত যুদ্ধকালীন কৌশলের চাহিদা মেটাতে পারবে। আমি মনে করি এটিই জোটের শক্তি হতে চলেছে, যা হলো খুব স্বল্প মেয়াদে তাদের যা প্রয়োজন তা সরবরাহ করতে পারা।’
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খ্রিষ্টান সম্প্রদায়কে অস্থির করার এবং বাইরের হস্তক্ষেপকে বৈধ মোড়কে আনার একটি কৌশল। এর দুই দিন আগে গণমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ক্রিশ্চিয়ান মিলিটারি কাউন্সিল’ গঠন হয়েছে এলিয়াস সাব নামে একজনের নেতৃত্বে। যদিও, এখন পর্যন্ত এই নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর তাতে বেজায় চটেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
৩৪ মিনিট আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গতকাল বুধবার রাতে ঘোষণা করেছেন, তিনি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন ‘ই–ওয়ান’ বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেটের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়, আন্তর্জাতিক চাপ, সমালোচনার সঙ্গে যেন পাল্লা দিয়েই গাজায় বাড়ছে ইসরায়েলি বর্বরতা। গাজায় অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কয়েকগুণ বেশি আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই নির্বিচারে শয়ে শয়ে বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
২ ঘণ্টা আগে