Ajker Patrika

জি–২০ সম্মেলনের এক মঞ্চে বসতে পারেন সি–বাইডেন–পুতিন 

জি–২০ সম্মেলনের এক মঞ্চে বসতে পারেন সি–বাইডেন–পুতিন 

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো এক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জি–২০ সম্মেলনে সি ও পুতিনের সশরীরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জোকো উইদাদো বলেছেন, ‘সি চিন পিং বৈঠকে যোগ দেবেন। প্রেসিডেন্ট পুতিনও যোগ দেবেন বলে আমাকে জানিয়েছেন।’ 

এদিকে, রাশিয়া সরকারের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে পুতিনের। তবে সির আসন্ন বালি সফরের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। রাশিয়ার সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও পুতিনের বালি সফর নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ইউক্রেনের রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পুতিনের বিদেশ সফর অনেকটাই কমে গিয়েছে। তবে, সি কোভিড–১৯ মহামারির কারণে তাঁর বিদেশ সফর বন্ধ রেখেছেন। 

বিশ্লেষকেরা ধারণা করছেন, চলমান ইউক্রেন এবং তাইওয়ান সংকটের মধ্যে জি–২০ সম্মেলনে সি এবং পুতিনের উপস্থিতির পাশাপাশি বাইডেনের উপস্থিতি এই তিন নেতার মধ্যে একটি আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সম্মেলন থেকে পুতিনকে বাদ দিতে চাপ দিচ্ছিল পশ্চিমা দেশগুলো। এদিকে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে বিরোধ বেড়েছে যুক্তরাষ্ট্রের। 

উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত