Ajker Patrika

তুরস্কে ভোট নয়, যেন উৎসব চলছে

আপডেট : ১৪ মে ২০২৩, ২০: ৫৩
তুরস্কে ভোট নয়, যেন উৎসব চলছে

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতে যখন আর মাত্র দুই ঘণ্টা বাকি; তখনো বিভিন্ন শহরের ভোটকেন্দ্রগুলোতে অপেক্ষমাণ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক তরুণ ভোটারও উপস্থিত ছিলেন। যারা এবারই প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। 

আজ রোববার সন্ধ্যায় আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের নির্বাচনে এবার ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ইস্তাম্বুল থেকে সংস্থাটির প্রতিবেদক আমের ল্যাফি জানান, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তবু কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়। 

অন্যদিকে, রাজধানী আঙ্কারা থেকে প্রতিবেদক ফারাহ আল-জামান শাওকি জানান, সারা দিনই বিপুলসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। এ জন্য শেষ মুহূর্তে ভোটারদের চাপ কিছুটা কমে এসেছে। 

রাজধানী আঙ্কারার একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারিতরুণ ভোটাররা ছাড়াও অনেক বয়স হয়ে যাওয়া ভোটাররাও কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন। এর মধ্যে দেশটির গুমুশান শহরের গুল্লু দোগানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১১২ বছর বয়স হয়েছে এই নারীর। ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা থাকলেও সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে তিনি নিজেই কেন্দ্রে এসে হাজির হয়েছিলেন।

কেন্দ্রগুলোতে প্রতিবন্ধী ভোটারদের ভোট দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা ছিল। হুইলচেয়ার এবং অন্যের সহযোগিতা নিয়ে হাসিমুখে ভোট দিতে দেখা গেছে অনেককে।

বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত