Ajker Patrika

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে পিজিএনআইজি-কে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় অবরোধ আরোপ করে। জবাবে রাশিয়াও ঘোষণা দেয়—যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তাদের রাশিয়ার তেল গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে।

এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তারা যদি রাশিয়ার তেল-গ্যাস কিনতে চায় তবে তাদের একটি চুক্তির অধীনে রাশিয়ার ব্যাংক গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে এবং রাশিয়ার তেল-গ্যাসের জন্য ইউরো বা ডলার যেভাবেই অর্থ প্রদান করবে তা রুবলে রূপান্তরিত হবে। পোল্যান্ড সেই শর্তে রাজি না হওয়ায় রাশিয়া যদি দেশটিতে গ্যাস সরবরাহ বাতিল করে তবে—পোল্যান্ডই হবে ইউরোপের প্রথম দেশ।

পূর্ব ইউরোপে পশ্চিমা বিশ্বের অন্যতম মিত্র দেশ পোল্যান্ড রাশিয়ার কট্টর প্রতিপক্ষ। দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো। চলতি বছরই রাশিয়ার সঙ্গে গ্যাস নিয়ে করা চুক্তির মেয়াদ শেষ হবে। দেশটি বারবার জানিয়েছে, তারা গ্যাস কেনার ক্ষেত্রে রাশিয়ার শর্ত মেনে নেবে না এমনকি চুক্তির মেয়াদও বাড়াবে না।

এদিকে, রাশিয়ার হুমকির জবাবে পোল্যান্ডের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, পোল্যান্ডে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। পোল্যান্ডের নিজস্ব গ্যাসের মজুত থেকে গ্যাস উত্তোলনের কোনো প্রয়োজন নেই এবং নাগরিকদের গ্যাসের সুবিধাও বিচ্ছিন্ন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত