ঢাকা: দর্শনার্থীর থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভ্যালেন্স শহরের তাইন এল হার্মিতেজে সরকারি সফরের সময় নিরাপত্তা ব্যারিকেডের বাইরে থেকে এক যুবক প্রেসিডেন্টকে সজোরে চড় মারেন।
সবুজ টি–শার্ট পরিহিত এক যুবক কিছু একটা বলার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট মাখোঁ তাঁর দিকে এগিয়ে যান। কিন্তু যুবকটি আচমকা তাঁর গালে চড় বসিয়ে দেন। এসময় নিরপত্তা রক্ষীরা দ্রুত এগিয়ে গিয়ে সেই যুবককে আটক করেন।
ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্টকে চড় দেওয়ার আগে ফ্রান্স সাম্রাজ্যের সময়কার যুদ্ধকালীন স্লোগান ‘মঁজো, সেইন্ত দেনিস’ এবং ‘মাখোঁতন্ত্র নিপাত যাক’ বলে চিৎকার করেন ওই যুবক। এসময় রাজা শার্লেমানের ব্যানার বহন করছিলেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, এই ঘটনার পর প্রেসিডেন্ট মাখোঁ দ্বিতীয়বার নিরপত্তা ব্যারিকেডের দিকে এগিয়ে যান এবং জনতার সঙ্গে কথা বলেন।
সরকারি এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় বা এমন কাজ করার পেছনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পরপরই ভ্যালেন্স শহরের রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
ঢাকা: দর্শনার্থীর থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভ্যালেন্স শহরের তাইন এল হার্মিতেজে সরকারি সফরের সময় নিরাপত্তা ব্যারিকেডের বাইরে থেকে এক যুবক প্রেসিডেন্টকে সজোরে চড় মারেন।
সবুজ টি–শার্ট পরিহিত এক যুবক কিছু একটা বলার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট মাখোঁ তাঁর দিকে এগিয়ে যান। কিন্তু যুবকটি আচমকা তাঁর গালে চড় বসিয়ে দেন। এসময় নিরপত্তা রক্ষীরা দ্রুত এগিয়ে গিয়ে সেই যুবককে আটক করেন।
ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্টকে চড় দেওয়ার আগে ফ্রান্স সাম্রাজ্যের সময়কার যুদ্ধকালীন স্লোগান ‘মঁজো, সেইন্ত দেনিস’ এবং ‘মাখোঁতন্ত্র নিপাত যাক’ বলে চিৎকার করেন ওই যুবক। এসময় রাজা শার্লেমানের ব্যানার বহন করছিলেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, এই ঘটনার পর প্রেসিডেন্ট মাখোঁ দ্বিতীয়বার নিরপত্তা ব্যারিকেডের দিকে এগিয়ে যান এবং জনতার সঙ্গে কথা বলেন।
সরকারি এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় বা এমন কাজ করার পেছনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পরপরই ভ্যালেন্স শহরের রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
অস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তরিত করা হয়।
৩৪ মিনিট আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
২ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৪ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৫ ঘণ্টা আগে