Ajker Patrika

কার্টুনে মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করার অভিযোগে অশান্ত তুরস্ক

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯: ১২
ছবি: দ্য গার্ডিয়ান
ছবি: দ্য গার্ডিয়ান

তুরস্কের ইস্তাম্বুলে গতকাল সোমবার একটি ব্যঙ্গাত্মক পত্রিকায় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সা.)-এর ছবি প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘লে মান’ নামের সেই পত্রিকার বিরুদ্ধে ‘ধর্মীয় মূল্যবোধে অপমানজনক’ কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি।

এরপরই ‘লে মান’ পত্রিকার সাংবাদিকেরা নিয়মিত যাতায়াত করেন এমন একটি বারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে প্রায় ২৫০ থেকে ৩০০ জন জড়িত ছিল।

পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আকগুন দাবি করেছেন, ওই কার্টুন কোনোভাবেই নবী মুহাম্মদের চিত্র নয়। তিনি জানান, কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলমান শিশুর কল্পিত নাম ‘মুহাম্মদ’ ব্যবহার করে তৈরি করা চিত্র। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে ২০ কোটিরও বেশি মানুষের নাম মুহাম্মদ। এর সঙ্গে ধর্মীয় অবমাননার কোনো সম্পর্ক নেই।’

আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত লে মান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত। বিশেষ করে, ২০১৫ সালে ফরাসি পত্রিকা শার্লি হেবদোর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই এটি রক্ষণশীলদের চোখে সমালোচনার পাত্র।

ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ওই চিত্রকরের পাশাপাশি পত্রিকার গ্রাফিক ডিজাইনারকেও আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে লে মান একাধিক পোস্টে কার্টুনটির ব্যাখ্যা দিয়ে বলেছে, ‘ইসরায়েলের হাতে নিহত এক মুসলমানের পক্ষে অবস্থান নিতে গিয়েই এই চিত্র। আমাদের উদ্দেশ্য কখনোই ধর্মকে অবমাননা করা নয়।’ তারা আরও জানায়, কার্টুনটি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী ও ইস্তাম্বুলের গভর্নর দুজনই বলেছেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত কখনোই সহ্য করা হবে না। ঘটনা নিয়ে এখন তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত