Ajker Patrika

ইতালি উপকূলে মাছ ধরার নৌকা থেকে পাঁচ শতাধিক অভিবাসী উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১০: ৩৭
ইতালি উপকূলে মাছ ধরার নৌকা থেকে পাঁচ শতাধিক অভিবাসী উদ্ধার

ইতালির ল্যামপেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে গতকাল শনিবার ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। ইতালি উপকূল থেকে একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা। এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাছ ধরার নৌকাটিতে নারী ও শিশুও ছিল। অভিবাসীদের মধ্যে অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালির উপকূলে এসে পৌঁছেছিলেন। তাঁদের শরীরে সহিংসতার চিহ্ন ছিল। ইতালির কর্মকর্তারা ঘটনাটির অনুসন্ধান করছেন। 

মানবাধিকার গ্রুপ এমএসএফ (ডক্টরস উইদআউট বর্ডারস)-এর চিকিৎসক আলিদা সেরাচিয়েরি বলেছেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন লিবিয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। ইউরোপে প্রবেশের লক্ষ্যে নৌকার জন্য অপেক্ষার সময় তারা নির্যাতনের শিকার হন। 

ইতালির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, লিবিয়ায় অভিবাসীদের অবৈধভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কর্মকর্তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। 

অভিবাসীদের উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের দু’টি নৌকা, ইতালির আর্থিক অপরাধ বিষয়ক পুলিশের একটি নৌকায় করে ল্যামপেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়। 

এই উদ্ধার অভিযানকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় উদ্ধার অভিযান বলে বর্ণনা করেছেন দ্বীপটির মেয়র টোটো মারতেল্লো।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত