ঢাকা: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
পিয়ার রিভিউ-এর আগে গবেষণাটি বায়োআরজিভ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক এবং গবেষণার সহ-লেখক অলিভিয়ার শোয়ার্জ বলেন, ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম হলেও সম্ভবত এটি সুরক্ষা দিতে পারে।
বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অরলিন্স শহরের স্বাস্থ্য কর্মীদের ২৮ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন এবং ১২ জনকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, যারা ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় করোনার ধরনের( বি.১.৬১৭) বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রয়োজন তা তিনগুণ হ্রাস পেয়েছে। তবে এর পরেও ফাইজারের ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম।
গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন ছিল। এই টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিম্ন স্তরের অ্যান্টিবডিগুলোকে প্ররোচিত করতে পারে।
গত এক বছরের মধ্যে যাদের করোনা হয়েছে এবং যারা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় ধরনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে সেই তুলনায় যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন আরও তিন থেকে ছয়গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।
২০১৯ সালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ধরন বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
ঢাকা: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
পিয়ার রিভিউ-এর আগে গবেষণাটি বায়োআরজিভ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক এবং গবেষণার সহ-লেখক অলিভিয়ার শোয়ার্জ বলেন, ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম হলেও সম্ভবত এটি সুরক্ষা দিতে পারে।
বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অরলিন্স শহরের স্বাস্থ্য কর্মীদের ২৮ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন এবং ১২ জনকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, যারা ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় করোনার ধরনের( বি.১.৬১৭) বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রয়োজন তা তিনগুণ হ্রাস পেয়েছে। তবে এর পরেও ফাইজারের ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম।
গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন ছিল। এই টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিম্ন স্তরের অ্যান্টিবডিগুলোকে প্ররোচিত করতে পারে।
গত এক বছরের মধ্যে যাদের করোনা হয়েছে এবং যারা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় ধরনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে সেই তুলনায় যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন আরও তিন থেকে ছয়গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।
২০১৯ সালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ধরন বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
১ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৩ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৪ ঘণ্টা আগেমালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) ৭ম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে