Ajker Patrika

ইউক্রেন সংকট সমাধানে সংলাপের ডাক দুই বিশ্বনেতার 

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২: ১৬
ইউক্রেন সংকট সমাধানে সংলাপের ডাক দুই বিশ্বনেতার 

ইউক্রেন-সংকটের সমাধানে ‘দায়িত্বপূর্ণ সংলাপের’ ডাক দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। রুশ নেতার পাশে দাঁড়িয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তাঁর সরকার শান্তি ও সংলাপের পক্ষে। জাতিসংঘের মূলনীতি অনুসরণ করে বেইজিং একটি শান্তিপূর্ণ পরিণতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২১ মার্চ) ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকের পর সি বলেন, ‘রাশিয়া-চীন সম্পর্ক “নতুন যুগে” প্রবেশ করল। কৌশলগত অংশীদারত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার লক্ষ্য নিয়ে আমরা একটি বিবৃতিতে স্বাক্ষর করেছি, যার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। বৃহত্তর আঙ্গিকে কার্যকর সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে দুই দেশকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।’

পুতিন বলেন, ‘সব চুক্তির বিষয়ে একমতে পৌঁছেছি আমরা। মস্কো ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রটি প্রাধান্য পেয়েছে চুক্তিতে।’

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিনের মধ্যেই চীনের নেতা মস্কো সফরে গেলেন। তিন দিনের সফরে মস্কোতে অবস্থান করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েক সপ্তাহ আগে পুতিন ও সি তাঁদের সম্পর্ককে ‘সীমাহীন অংশীদারত্বে’ নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর ভিত্তি দৃঢ় করতেই দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে দুই শীর্ষ নেতার বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এতে আগের মতোই পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার বিষয়কে অবজ্ঞা করার জন্য দায়ী করা হয়। পাশাপাশি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো সামরিক জোট নাক গলাচ্ছে বলে অভিযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত