Ajker Patrika

পেট্রলের খরচ বাড়াতে যুক্তরাজ্যে লবিং করেছিল ইলন মাস্কের টেসলা!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজনীতি নিয়ে সরাসরি মত প্রকাশের অভিযোগ রয়েছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে। ইতিপূর্বে তিনি যুক্তরাজ্যে গৃহযুদ্ধের পূর্বাভাসও দিয়েছেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন।

তবে পর্দার আড়ালে যুক্তরাজ্যের সরকারকে টেসলা কোম্পানি এমন একটি নীতি গ্রহণের জন্য বোঝানোর চেষ্টা করছিল, যা ওই কোম্পানিটির মুনাফা বাড়াতে সাহায্য করবে।

বুধবার রাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় বাড়ানোর জন্য ভর্তুকি চালু রেখেছে দেশটির সরকার। কিন্তু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব দেয়—বৈদ্যুতিক গাড়িতে সরকার যে অর্থ গচ্চা দেওয়া হচ্ছে, তা যেন পেট্রল ও ডিজেলচালিত ট্রাক এবং বড় যানবাহন ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেওয়া হয়।

টেসলার ইউরোপীয় প্রধান জো ওয়ার্ড একটি চিঠিতে যুক্তরাজ্যের সড়ক মন্ত্রী লিলিয়ান গ্রিনউডকে লিখেছিলেন, ‘যারা এখনো দূষণকারী নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের আরও বেশি অর্থ প্রদান করতে বলা উচিত।’

এই চিঠিটি একটি ফ্রিডম অব ইনফরমেশন অনুরোধের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি বিষয়ক নিউজলেটার দ্য ফাস্ট চার্জ প্রকাশ করেছে। চিঠিতে টেসলার পক্ষ থেকে লেবার পার্টির ২০৩০ সালের মধ্যে শক্তি ব্যবস্থার ডিকার্বনাইজেশন, প্রবৃদ্ধি ও নেট জিরো নীতির প্রশংসা করেছে।

তবে চিঠি পাঠানোর কয়েক সপ্তাহ পর, মাস্ক ব্রিটেনে গ্রীষ্মকালীন দাঙ্গা নিয়ে ব্রিটিশ সরকারের ওপর প্রকাশ্যে আক্রমণ করেছিলেন।

গত সেপ্টেম্বরে বিবিসি জানিয়েছিল, ব্রিটিশ সরকারের একটি বিনিয়োগ সম্মেলনে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হয়নি। যুক্তরাজ্যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জানা গেছে, যুক্তরাজ্য সরকার বর্তমানে ইলেকট্রিক গাড়ির বিক্রয় উৎসাহিত করার জন্য তৈরি একটি নীতির পরিবর্তন নিয়ে পরামর্শ করছে। ‘জিরো অ্যামিশন ভেহিকল’ নীতি অনুযায়ী গাড়ি নির্মাতাদের প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রিক গাড়ি বিক্রি করতে হবে।

যদি তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়, তবে তাদের অন্য ইলেকট্রিক গাড়ি নির্মাতাদের কাছ থেকে ক্রেডিট কিনতে হবে।

যুক্তরাজ্যের গাড়ি নির্মাতারা এই নীতির শর্ত শিথিল করার জন্য চাপ দিচ্ছে, যুক্তি দিয়েছে, গ্রাহকেরা এখনো পর্যাপ্ত সংখ্যায় ইলেকট্রিক গাড়ি কিনছেন না।

এদিকে টেসলার চিঠিতে বলা হয়েছে—জিরো অ্যামিশন ভেহিকল নীতিকে সংরক্ষণ ও শক্তিশালী করা উচিত।

টেসলা এই নীতির একটি বড় সুবিধাভোগী হতে পারে। কারণ তারা চীন থেকে আমদানি করা ইলেকট্রিক গাড়ির অতিরিক্ত ক্রেডিট বিক্রি করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত