ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
এভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
১২ মিনিট আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
৩ ঘণ্টা আগে