ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৬ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১৬ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৩৪ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে