Ajker Patrika

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১১: ৫০
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন

ইউক্রেনে যুদ্ধে আরও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ফ্রিগেট মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘ডমিরাল গোর্শকভ’ নামের এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ফ্রিগেটের কমান্ডার ইগর ক্রোখমালও উপস্থিত ছিলেন। সের্গেই শোইগু বলেছেন, ফ্রিগেটটি সমুদ্রে এবং স্থলে শত্রুর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শক্তিশালী হামলা করতে পারবে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যেকোনো প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করে ১ হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

আল জাজিরা বলেছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে যেতে পারে। রাশিয়া গত বছরও যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে ‘জিরকন’ নামের এই অস্ত্রগুলো পরীক্ষা করেছে। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার হাইপারসনিক অস্ত্র তৈরির একধরনের গোপন প্রতিযোগিতা রয়েছে।

শোইগু বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে শত্রুদের হুমকি মোকাবিলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।’ এসব হাইপারসনিক অস্ত্র ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়ে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন সের্গেই শোইগু।

প্রায় এক বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। এতে দেশটির বিপুল সৈন্য-সামন্ত নিহত হয়েছে এবং যুদ্ধাস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবু এর মধ্যেও রাশিয়া উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়ে গেছে। এতে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়ার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত