Ajker Patrika

ইউক্রেন নিয়ে উত্তেজনার ভেতর বাইডেন-পুতিন ফোনালাপ আজ

ইউক্রেন নিয়ে উত্তেজনার ভেতর বাইডেন-পুতিন ফোনালাপ আজ

ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার টেলিফোনে কথা বলবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে মার্কিন-রাশিয়া নিরাপত্তা আলোচনার আগে এই ফোনালাপ হবে। এক মাসেরও কম সময়ের মধ্যে বাইডেন ও পুতিন দ্বিতীয়বারের মতো ফোনে কথা বলবেন। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানিয়েছেন, বাইডেন বর্তমানে নতুন বছরের ছুটিতে তাঁর ডেলাওয়্যারের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি পুতিনের সঙ্গে আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। 

এক বিবৃতিতে এই মুখপাত্র বলেছেন, ‘বাইডেন প্রশাসন আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে ব্যাপক কূটনীতিতে নিযুক্ত রয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন পরামর্শ ও সমন্বয় করছে।’ 

পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভাতে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত