ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মোদির নেতৃত্ব ভারতের অর্থনীতি দুর্দান্ত উন্নতি করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’
মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন আরও বলেছেন, তিনি (মোদি) সেই ব্যক্তি, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সক্ষম। ভারতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি তাঁর রাষ্ট্রের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অবিচল থেকেছেন।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, মোদিকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং সেখান থেকে অনেক দূর উন্নতি করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অনেক উন্নতি করেছে। তিনি একজন দেশপ্রেমিক নেতা। তাঁর ‘মেক ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় পশ্চিমাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে উসকে দিয়েছে পশ্চিমারা। এখন তাইওয়ান ও চীনের সার্বভৌমত্ব নিয়ে সংকট সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে।’
পুতিন আরও বলেছেন, ‘আমি সব সময় আমার কাণ্ডজ্ঞানের ওপর আস্থা রাখি। আমার কাণ্ডজ্ঞান বলছে, খুব শিগগিরই এই বহুমুখী বিশ্বের একটি নতুন কেন্দ্র তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগামী দশক আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পুতিন বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমান্তে দাঁড়িয়ে আছি। আগামী দশক সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মোদির নেতৃত্ব ভারতের অর্থনীতি দুর্দান্ত উন্নতি করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’
মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন আরও বলেছেন, তিনি (মোদি) সেই ব্যক্তি, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সক্ষম। ভারতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি তাঁর রাষ্ট্রের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অবিচল থেকেছেন।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, মোদিকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং সেখান থেকে অনেক দূর উন্নতি করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অনেক উন্নতি করেছে। তিনি একজন দেশপ্রেমিক নেতা। তাঁর ‘মেক ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় পশ্চিমাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে উসকে দিয়েছে পশ্চিমারা। এখন তাইওয়ান ও চীনের সার্বভৌমত্ব নিয়ে সংকট সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে।’
পুতিন আরও বলেছেন, ‘আমি সব সময় আমার কাণ্ডজ্ঞানের ওপর আস্থা রাখি। আমার কাণ্ডজ্ঞান বলছে, খুব শিগগিরই এই বহুমুখী বিশ্বের একটি নতুন কেন্দ্র তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগামী দশক আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পুতিন বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমান্তে দাঁড়িয়ে আছি। আগামী দশক সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
১ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
২ ঘণ্টা আগে