Ajker Patrika

মোদির পররাষ্ট্রনীতির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১২: ১৯
মোদির পররাষ্ট্রনীতির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মোদির নেতৃত্ব ভারতের অর্থনীতি দুর্দান্ত উন্নতি করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’ 

মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন আরও বলেছেন, তিনি (মোদি) সেই ব্যক্তি, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সক্ষম। ভারতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি তাঁর রাষ্ট্রের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অবিচল থেকেছেন। 

রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, মোদিকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং সেখান থেকে অনেক দূর উন্নতি করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অনেক উন্নতি করেছে। তিনি একজন দেশপ্রেমিক নেতা। তাঁর ‘মেক ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় পশ্চিমাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে উসকে দিয়েছে পশ্চিমারা। এখন তাইওয়ান ও চীনের সার্বভৌমত্ব নিয়ে সংকট সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে।’ 

পুতিন আরও বলেছেন, ‘আমি সব সময় আমার কাণ্ডজ্ঞানের ওপর আস্থা রাখি। আমার কাণ্ডজ্ঞান বলছে, খুব শিগগিরই এই বহুমুখী বিশ্বের একটি নতুন কেন্দ্র তৈরি হবে।’ 

রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগামী দশক আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পুতিন বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমান্তে দাঁড়িয়ে আছি। আগামী দশক সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত