ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মোদির নেতৃত্ব ভারতের অর্থনীতি দুর্দান্ত উন্নতি করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’
মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন আরও বলেছেন, তিনি (মোদি) সেই ব্যক্তি, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সক্ষম। ভারতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি তাঁর রাষ্ট্রের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অবিচল থেকেছেন।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, মোদিকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং সেখান থেকে অনেক দূর উন্নতি করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অনেক উন্নতি করেছে। তিনি একজন দেশপ্রেমিক নেতা। তাঁর ‘মেক ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় পশ্চিমাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে উসকে দিয়েছে পশ্চিমারা। এখন তাইওয়ান ও চীনের সার্বভৌমত্ব নিয়ে সংকট সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে।’
পুতিন আরও বলেছেন, ‘আমি সব সময় আমার কাণ্ডজ্ঞানের ওপর আস্থা রাখি। আমার কাণ্ডজ্ঞান বলছে, খুব শিগগিরই এই বহুমুখী বিশ্বের একটি নতুন কেন্দ্র তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগামী দশক আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পুতিন বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমান্তে দাঁড়িয়ে আছি। আগামী দশক সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মোদির নেতৃত্ব ভারতের অর্থনীতি দুর্দান্ত উন্নতি করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’
মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন আরও বলেছেন, তিনি (মোদি) সেই ব্যক্তি, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সক্ষম। ভারতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের সব প্রচেষ্টা সত্ত্বেও তিনি তাঁর রাষ্ট্রের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অবিচল থেকেছেন।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, মোদিকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত একসময় ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছে এবং সেখান থেকে অনেক দূর উন্নতি করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশটি অনেক উন্নতি করেছে। তিনি একজন দেশপ্রেমিক নেতা। তাঁর ‘মেক ইন্ডিয়া’ ধারণাটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় পশ্চিমাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে উসকে দিয়েছে পশ্চিমারা। এখন তাইওয়ান ও চীনের সার্বভৌমত্ব নিয়ে সংকট সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে।’
পুতিন আরও বলেছেন, ‘আমি সব সময় আমার কাণ্ডজ্ঞানের ওপর আস্থা রাখি। আমার কাণ্ডজ্ঞান বলছে, খুব শিগগিরই এই বহুমুখী বিশ্বের একটি নতুন কেন্দ্র তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগামী দশক আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত হবে বলে তিনি বিশ্বাস করেন। পুতিন বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমান্তে দাঁড়িয়ে আছি। আগামী দশক সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১১ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১২ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৩ ঘণ্টা আগে