Ajker Patrika

ইউক্রেনে একদিনে রাশিয়ার ৭০ ক্ষেপণাস্ত্র, বিচ্ছিন্ন ৩ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 

ইউক্রেনে একদিনে রাশিয়ার ৭০ ক্ষেপণাস্ত্র, বিচ্ছিন্ন ৩ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 

ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী আরও বলেছে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলাও চালিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘সব মিলিয়ে ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যার মধ্যে ৫১ টিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

এদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই জাতীয় গ্রিড থেকে এখনো বিচ্ছিন্ন রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার পর বিষয়টি জানিয়েছে।

ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটম এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার আক্রমণের ফলে এখনো রিভেনস্কা, পিভদেনৌক্রাইনস্কা এবং ক্ষ্মেলনিৎস্কা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই এসব বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত