Ajker Patrika

দরিদ্র দেশগুলোকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাজ্য

আপডেট : ১১ জুন ২০২১, ১৫: ৫২
দরিদ্র দেশগুলোকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাজ্য

ঢাকা: দরিদ্র দেশগুলোকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাজ্য। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনটি বলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনগুলো পাঠানো শুরু করবে যুক্তরাজ্য। এর মধ্যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যে পাঠানো হবে এবং বাকি আড়াই কোটি ডোজ ভ্যাকসিন এই বছরের শেষ নাগাদ পাঠানো হবে।

এ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,আগামী বছরের মধ্যে ১০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন দরিদ্র দেশগুলোতে পাঠানো হবে।

বরিস জনসন আরও বলেন, যুক্তরাজ্যে সফল ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির পর আমরা কিছু টিকা বিতরণ করতে পারব। এভাবে মহামারিটি দূর করতে আমরা বিশাল ভূমিকা রাখতে পারি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বিশ্বের ৯২টি দরিদ্র, মধ্য আয়ের দেশে ফাইজারের ৫০ কোটি ডোজ ভ্যাকসিন দেবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত